Kolkata : ওয়েব সিরিজ শক্তিরুপেন..এর টেলার লঞ্চ : U Bangla tv

Kolkata : ওয়েব সিরিজ শক্তিরুপেন..এর টেলার লঞ্চ : U Bangla tv

Feb 28, 2024 - 14:30
Feb 28, 2024 - 14:49
 0  79

২৭শে ফেব্রুয়ারী মঙ্গলবার, বিকেল সাড়ে চারটায়, পার্ক সেন্টার বিল্ডিং এর দি ব্ল্যাক ক্যাট অডিটরিয়ামে , ক্লিক অরজিনাল এর ওয়েব সিরিজ শক্তিরুপেন..এর টেলার লঞ্চ করা হয় । কাহিনী চিত্রনাট্য ও সংলাপ অম্লান মজুমদার, পরিচালনায় সুরজিৎ মুখার্জি ,সৃজনশীল পরিচালনায় রাজদীপ ঘোষ, প্রযোজনা স্কাইপ্যান কমিউনিকেশন, শিল্প নির্দেশনা সঞ্জীব চৌধুরী, ডিজাইনার অদ্রিজা বিশ্বাস, গণমাধ্যম প্রচার ও মার্কেটিংয়ে রানা বসু ঠাকুর, ক্লিকের কর্ণধার নিরোজ জী, অভিনয়ে বাসবদত্তা চ্যাটার্জি, রেজওয়ান, অম্লান মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্য, স্বর্ণকমল অঙ্কুর রায়, রানা মুখার্জি ,সৌমেন দত্ত সহ অন্যান্যরা। ছোট্ট গ্রামের সত্য ঘটনা কে কেন্দ্র করে এই ওয়েব সিরিজের গল্প উঠে এসেছে, সংলাপ চিত্রনাট্য কাহিনী অম্লান মজুমদার, ক্লিকের হাত ধরে বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করছেন ও পরিচালনা করছেন, এটিও তার দুর্ধর্ষ একটি ওয়েব সিরিজ ..... যা মানুষের মন আবারও জয় করবে বলেই আশা করছেন তিনি । অম্লান মজুমদারের লেখা ভাগাড়ের দারুন সাফল্যের পর পুনরায় ক্লিকের হাত ধরে আসতে চলেছে শক্তিরূপেন, বাংলা টেলিভিশনের নবাব রেজওয়ান ও বাসবদত্তা চ্যাটার্জি দুজনেই এই সিরিজে প্রথম কাজ করছেন। অভিনেতা অভিনেত্রীরা জানান তাদের কাছেও গল্পটি মন ছুঁয়ে গেছে, কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টার দূরত্ব ছোট্ট একটি গ্রাম সুটিয়া, যাকে সবাই আজ বরুণ বিশ্বাসের গ্রাম বলেই চেনেন, যে গ্রামে ১৯৯৯ থেকে ২০০১ এ হয়েছিল ভয়ংকর সব ঘটনা, নারকীয় ঘটনা থেকে শুরু করে ধর্ষণ কোন কিছুই বাদ ছিল না। ২০০ টি ধর্ষণের ঘটনা এবং একই সাথে ৪০ দিনে ৭৯ টা ধর্ষণের ভয়ংকর স্মৃতি জড়িয়ে রয়েছে সুটিয়া গ্রামে। গ্রামের ওই গল্পকে তুলে ধরে এই ওয়েব সিরিজ তৈরি হয়েছে,... শক্তিরূপেন.. দুটি চরিত্রে রয়েছে দময়ন্তী ও রীষাণ । গল্পে একের পর শহিদুল ও কালু এবং তিলক খুন হয়, কে এই খুনি ,এর সঙ্গে আর কে জড়িয়ে রয়েছে, রয়েছে কোন অতীত , সত্যি কি দময়ন্তী মানসিক রোগী না তার পিছনে লুকিয়ে আছে অন্য কোন পুরুষ এইসব নানা রহস্যময় ঘটনা নিয়েই আছে ওয়েব সিরিজ শক্তিরুপেন । সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে সকল কলাকুশলীরা জানান তারা কৃতজ্ঞ ক্লিকের কাছে, যে তারা এরকম একটা পরিবার পেয়েছে যারা নতুন ছেলে মেয়েদের নিয়ে কাজ করে এবং তাদের তুলে ধরার চেষ্টা করে । ক্লিকের কর্ণধার নীরোজ জী , যিনি সবার আড়ালে থেকে এত সুন্দর ভাবে সহযোগিতা করেন তাকেও তারা ধন্যবাদ জানান । তারা আরো বলেন, তারা এই ওয়েব সিরিজে কাজ করতে এসে অনেক কিছু শিখতে পেরেছেন, অভিজ্ঞতা হয়েছে শুটিং করতে গিয়ে, চেষ্টা করেছেন অভিনীত চরিত্র গুলির সাথে নিজেদের সঠিকভাবে তুলেছ ধরার । #kolkata #kolkatanews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow