Kolkata : শ্রীচৈতন্যদেবের ১০ তম জন্মোৎসব : U Bangla TV

Kolkata : শ্রীচৈতন্যদেবের ১০ তম জন্মোৎসব : U Bangla TV

Feb 29, 2024 - 16:47
 0  5

প্রতিবছরের ন্যায় এ বছরও শ্রীচৈতন্য মহাপ্রভুর দশম তম জন্মোৎসব পালিত হল বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গনে । বৈষ্ণব সম্মেলন ও সারস্বত আলোচনা সভা, নানান সংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার মধ্য দিয়ে এই দিনটি পালিত হচ্ছে । ২৮ শে ফেব্রুয়ারি বুধবার, বিকেল পাঁচটায় শ্রী চৈতন্যদেবের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অশোক কুমার গাঙ্গুলী মহাশয় সহ অন্যান্যরা । এই মেলা ২৮শে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ পর্যন্ত, প্রতিদিন দুপুর দুটো থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত চলবে । এইচএস পরীক্ষা থাকায় এদিন শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে যে নগর সংকীর্তন শোভাযাত্রা হওয়ার কথা ছিল আপাতত সেটা স্থগিত রাখা হয়েছে । আগামী তেশরা মার্চ চৈতন্য মহাপ্রভুকে নিয়ে নগর কীর্তন হবে বলে জানান হয় কমিটির তরফ থেকে । ঐদিন শোভাযাত্রাটি গৌড়ীয় মিশন হতে বাগবাজার স্ট্রিট, বিধান সরণি , বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক, রবীন্দ্র সরণী, বি কে পাল হয়ে মেলা প্রাঙ্গণে সমাপ্ত হবে । এই কয়েকদিন মেলা প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠান থাকছে, থাকছে অঙ্কন প্রতিযোগিতা, জয় বন্দনা ও হরিনাম সংকীর্তন, উদ্বোধনী অনুষ্ঠান, নগর কীর্তন, মৃদঙ্গ প্রতিযোগিতা, গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, ধর্মসভা আলোচনা শ্রী মহাপ্রভু ও ভক্তিবাদ, জাতীয় আলোচনা সভা সহ পুরস্কার বিতরণী প্রভৃতি। দূর দূরান্ত থেকে ভক্তরা উপস্থিত হচ্ছেন মেলা প্রাঙ্গণে এবং কয়েকদিন যাবত ভক্তরা এই মঞ্চে তাদের চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে হরিনাম সংকর্তন করবেন এছাড়াও শচীনন্দন গৌড়হড়ির ৫৩৮ তম শুভ জন্মদিন মহাসারম্বরে পালিত হবে এই মঞ্চে । প্রতিদিন থাকছে প্রভুর ভোগ বিতরণী । মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলে থাকছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন বই ও গ্রন্থ, রয়েছে খাবারের স্টল, মহিলাদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রী । #kolkata #kolkatanews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow