Siliguri : বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের তল্লাশিতে উদ্ধার এটিএম কার্ড : U Bangla TV

Siliguri : বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের তল্লাশিতে উদ্ধার এটিএম কার্ড : U Bangla TV

Feb 29, 2024 - 17:18
Feb 29, 2024 - 19:07
 0  3

শতাধিক এটিএম কার্ড সহ বাগডোগরা বিমানবন্দর থেকে উত্তরপ্রদেশের ৪জন বাসিন্দা গ্রেফতার ।‌ বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের তল্লাশিতে ৪ ব্যক্তির ব্যাগ থেকে মোট ১২৯ টি এটিএম কার্ড উদ্ধার করল বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের আটক করে বাগডোগরা থানার হাতে হস্তান্তর করে বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। ধৃতরা হল , ইরফান আহমেদ , নঈম আলভী , মহম্মদ রাজা ও গৌরব সারই। সকলেই উত্তর প্রদেশের গাঁজিয়াবাদ এলাকার বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে ধৃতদের পূর্ণিয়া থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে দিল্লি যাওযার ছক ছিল। যে এটিএম কার্ডগুলি উদ্ধার হয়েছে সেগুলি বিভিন্ন ব্যক্তির এটিএম কার্ড। পুলিশের প্রাথমিক অনুমান টাকা জালিয়াতি কান্ডে একটি বড় চক্র সক্রিয় রয়েছে। ধৃতরা সেই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে । ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়ছে । ধৃতদের পাঁচ দিনের রিমান্ডে এনে এই ঘটনায় আরো কে বা কারা যুক্ত রয়েছে তার তদন্ত করবে বাগডোগরা থানার পুলিশ। #siliguri #siligurinews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow