Kolkata : চাকরি প্রার্থীদের বিকাশ ভবনের গেটের সামনে বিক্ষোভ

Kolkata : চাকরি প্রার্থীদের বিকাশ ভবনের গেটের সামনে বিক্ষোভ

Jul 18, 2023 - 18:18
 0  13

আচমকা বিকাশ ভবনের গেটের সামনে বিক্ষোভ। বিক্ষোভ এস এল এস টি নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।আইনি জটিলতা কাটিয়ে সুপার নিউমেরারি পোস্ট এ মেধা তালিকার সকলের নিয়োগ প্রদান এর দাবি জানিয়ে এস এল এস টি নবম থেকে দ্বাদশ চাকরি প্রার্থীদের বিকাশ ভবনের গেটের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন । এরপরে পুলিশ এসে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর তিনজনের একটি প্রতিনিধি দল বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিতে যায়। বিকাশ ভবনের সামনে প্রচুর পুলিশ মোতায়ন রয়েছে। আন্দোলনকারীদের দাবি........ তারা এস এল এস টি নবম থেকে দ্বাদশ চাকরিপ্রার্থী। গত ৮৫০ দিনেরও বেশি গান্ধী মূর্তির পাদদেশে ধন্য অবস্থান চালিয়ে যাচ্ছে। সরকার বারে বারে এদের প্রতিশ্রুতি দিচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সাথে বৈঠক করেছে, শিক্ষামন্ত্রী ও বৈঠক করেছে। বারে বারে তাদের প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতির নামে প্রতারণা চলছে। সরকার সদিচ্ছা দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনি জটিলতা কাটিয়ে সুপার নিউমেরারি পোস্ট নিয়োগের জন্য যে ছাড়পত্র সেটা তারা করাচ্ছে না সদিচ্ছা দেখাচ্ছেন না। আজকে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী সাথে দেখা করতে এসেছে যে সুপার নিউমেরারি পোস্টে দ্রুত আইনি জটিলতা কাটিয়ে সুপ্রিমকোর্ট থেকে ছাড়পত্র এনে তাদের এই পোস্টে নিয়োগ দিন। এই দাবি নিয়ে তাদের #breakingnews #newstoday #banglanews #bikashbhavan #newslive #viralvideo #today_breaking_news  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow