Assam : ডিব্রুগড়ের প্রায় হোটেল রেস্তোরাঁতে অখাদ্য খাওয়া বিপাকে জনগণ : U Bangla TV

Assam : ডিব্রুগড়ের প্রায় হোটেল রেস্তোরাঁতে অখাদ্য খাওয়া বিপাকে জনগণ : U Bangla TV

Feb 29, 2024 - 16:27
 0  4

ডিব্রুগড়ের আমলা পট্টি রেল গেটের কাছে থাকা --নিউ শংকর সুইটস নামের একটি মিষ্টির দোকানে পচে গলে যাওয়া মিষ্টি বিক্রি করার অভিযোগ উত্থাপিত হয়েছে। ডিব্রুগড়ের একাংশ মিষ্টির দোকান বলুন বা রেস্তুরা বলুন, তাদের কান্ড দেখলে আপনার চোখ কপালে উঠবে। এই সকল মিষ্টির দোকান ও রেস্তোরাঁ গুলো সর্বদাই সংবাদ শিরোনামে উঠে আসছে। আজ আপনাদের ডিব্রুগড়ের আমলা পট্টি রেল গেটের কাছে থাকা নিউ সংকর সুইটস নামের মিষ্টির দোকানটির কথা বলছি । এই দোকানের মিষ্টি গ্রাহকদের খাইয়ে- মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে । মিষ্টি বললে সবারই মন যায় খেতে, কিন্তু এই দোকানের নাম বললে ওই অঞ্চলের বিভিন্ন জনগণ সহ মিষ্টি খেতে ভয় পাচ্ছে বয়স্ক লোক থেকে শুরু করে ছেলে-মেয়ে উভয়ই। বড় থেকে ছোট সকলেরই পছন্দ মিষ্টি, কিন্তু আপনি জানেন এই মিষ্টি কখন বানায় এবং সেইগুলোকে কিভাবে রাখে । কিন্তু আজকাল, অধিক মুনাফা আদায় করার কারণে পচে গলে যাওয়া অনেক দিনের পুরনো মিষ্টি সেই দোকানগুলোতে বিক্রি করছে এবং তাতে ছোট ছোট ছেলে মেয়েরা বিপদে পড়ছে। কাল রাতে এক গ্রাহক ওই মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনলো । ২০ মাসের একটি অসুস্থ বাচ্চা , প্রায় তিনদিন ধরে চিকিৎসা চলে থাকা ছোট বাচ্চাটি আহার গ্রহণ না করার ফলে, তার বাবা বাচ্চাটির জন্য শংক র সুইটস নামের দোকানটি থেকে মিষ্টি কিনে নিয়ে বাড়ি ফিরল , কিন্তু সন্তানকে দেওয়ার আগে মা সেই মিষ্টি খেয়ে দেখেন - ভীষণ টক সেই মিষ্টি। পচে গলে গেছে যেই মিষ্টি ,সেই মিষ্টি গ্রাহকদের বিক্রি করছে নিউ শংকর সুইটস দোকানটি। এখন কথা হল এই ধরনের মিষ্টি বিনা দ্বিধাতে কিভাবে গ্রাহকদের কাছে বিক্রি করা হচ্ছে এবং শত শত গ্রাহকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে নিউ শংকর সুইটস। কিন্তু এই ক্ষেত্রে খাদ্য সুরক্ষা বিভাগ কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ সাধারণ জনগণের । পরবর্তীতে নিউ শংকর সুইটস দোকানটির ওপর এবং এই ধরনের বিভিন্ন রেস্তোরাঁর উপর বিভাগীয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করে সেটি হবে লক্ষণীয়। #assam #assamesenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow