Jalpaiguri : প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা
Jalpaiguri : প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা
বুধবার রাতভর প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ডুয়ার্সের বেশ কিছু এলাকা। বহু বাড়িও এখন পর্যন্ত জলমগ্ন অবস্থায় রয়েছে। ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা আব্দুল পাড়া, মঙ্গলবাড়ী এলাকার মহাকাল পাড়া, উত্তর ধুপঝোড়া নিতেন পাড়া, দক্ষিণ ধুপঝোড়ার মনশ্বর পাড়া এলাকার বহু বাড়ি জলমগ্ন।বুধবার রাতভর মুষলধারে বৃষ্টি হয়। মূলত ওই এলাকাগুলোতে জল নিকাশির কোন ব্যবস্থা না থাকার জন্যই এই অবস্থা বলে বাসিন্দারা অভিযোগ করেন। মঙ্গলবাড়ীর বাসিন্দা সৌরভ দে জানান, অনেকেই এলাকায় বাড়ি করেছে নিকাশি নালা বন্ধ করে দিয়ে। জল নিকাশির কোনো ব্যবস্থা না থাকার ফলে জল বের হতে পারছে না। তাই মানুষের বাড়িতে জল ঢুকে যাচ্ছে । একই পরিস্থিতি উত্তর ধুপঝোড়া নিতেন পাড়া এলাকায়ও। সেখানেও কয়েকটি বাড়ি জলমগ্ন হয়ে রয়েছে। এদিন সকাল থেকেই ওই দুই এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব পরিদর্শনে যান। বেলা বাড়ার সাথে সাথে যদিও জল অনেকটা কমতে শুরু করেছে। যাবতীয় পরিস্থিতির উপর নজর রাখছে মেটেলি ব্লক প্রশাসন। #breakingnews #newstoday #banglanews #dooars #jalpaiguri #westbengalnews @ubanglatvofficial
What's Your Reaction?