Tripura : সুজিত বর্মনের পরিবারের হাতে আর্থিক সাহায্য প্রদান
Tripura : সুজিত বর্মনের পরিবারের হাতে আর্থিক সাহায্য প্রদান
খোয়াই ত্রিপুরা জেলা মুঙ্গিয়াকামি থানা এলাকার দক্ষিণ মহারানীপুর মালাকার বস্তি এলাকাতে বন্য দাঁতাল হাতির আক্রমণে নিহত সুজিত বর্মনের পরিবারের হাতে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে আর্থিক সাহায্য রাশি তুলে দেওয়া হয়েছে। ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায় এবং তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের আধিকারিক সাবির কুমার দাস তেলিয়ামুড়া পৌরপরিষদ এলাকার বন্য দাঁতাল হাতির আক্রমণে নিহত সুজিত বর্মনের শান্তিনগরস্থিত বাড়িতে গিয়ে পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান। বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যানী সাহা রায় বন্য দাঁতাল হাতির আক্রমণে নিহত সুজিত বর্মনের স্ত্রী'র হাতে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে আর্থিক সাহায্য রাশি হিসেবে ৫০,০০০ টাকার চেক তুলে দেন। এবং আগামীদিনে বাকি আর্থিক সাহায্য রাশি আগামী কিছুদিনের মধ্যেই যাতে নিহত সুজিত বর্মনের পরিবার পেতে পারে, সে ব্যাপারে পূর্ণ আশ্বাস দেন।এখানে প্রসঙ্গত উল্লেখ্য, গত ৯ জুলাই রবিবার বিকাল নাগাদ মুঙ্গিয়াকামী থানা এলাকার উত্তর মহারানীপুর এলাকা থেকে তেলিয়ামুড়ায় বাড়ি ফেরার পথে দক্ষিণ মহারানীপুর মালাকার বস্তিতে পৌঁছা মাত্রই বন্য দাঁতাল হাতির সামনে পড়ে যায় সুজিত বর্মন এবং তার অপর সঙ্গী। সুজিত বর্মনের সঙ্গে থাকা সঙ্গী বন্য দাঁতাল হাতির আক্রমণের হাত থেকে রক্ষা পেতে কোনক্রমে পালিয়ে বাঁচলেও সুজিত বর্মন নিজেকে বন্য দাঁতাল হাতির আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারেনি। #breakingnews #newstoday #banglanews #tripura #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?