পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে সভার আয়োজন তৃণমূলের

Apr 24, 2023 - 19:22
 0  2

৯ শে এপ্রিল জলপাইগুড়ি শহর লাগোয়া পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বড় বাড়ি মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা হতে চলছে। সভাস্থলের নিরাপত্তা অন্যদিকে
বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখতে জেলা প্রশাসন ও পুলিশ কর্তারা সোমবার মাঠ পরিদর্শন করলেন। কোথায় পার্কিং করা হবে, সভাস্থল কতটা করা হবে সবটাই খতিয়ে দেখলেন কর্তারা। উপস্থিত ছিলেন তৃণমূল নেতারা। পঞ্চায়েত ভোটের আগে দলের শক্তি বাড়াতে কোমর বেধে নেমেছে তৃণমূল। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে মোট ৫টি সভা হবে। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এই সভার আয়োজন, দাবি তৃণমূলের। এই সভার নাম দেওয়া হয়েছে নব জোয়ার। এদিন সভাস্থলের বৈঠকে বসেন জেলা পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, ডিএসপি সমীর পাল, আইসি অর্ঘ্য সরকার। সূত্রের খবর ত্রিস্তরী নিরাপত্তা থাকবে সভাস্থলকে কেন্দ্র করে। জেলা তৃণমূলের এসটি এসসি সেলের সভাপতি কৃষ্ণ দাস বলেন, আমরা লক্ষ্যমাত্রা রেখেছি প্রায় ২৫ হাজার মানুষের জমায়েত হবে এই সভায়। তার আগে মাঠের পরিকাঠামো ও নিরাপত্তা কি কি করা হবে সেই নিয়ে এ দিন আলোচনা হল। জেলায় যেহেতু পাঁচ জায়গায় এই সভা হচ্ছে এই কারণে সব নেতাদের দ্বায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। #youtube #jalpaiguri #njp #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow