Purbobardahman : ব্রোঞ্জ ও গোল্ড জিতে মুখুজ্জ্বল করলো বর্ধমানের দিপানেশ দাস : U Bangla TV
Purbobardahman : ব্রোঞ্জ ও গোল্ড জিতে মুখুজ্জ্বল করলো বর্ধমানের দিপানেশ দাস : U Bangla TV
ব্রোঞ্জ ও গোল্ড জিতে মুখুজ্জ্বল করলো পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকার দিপানেশ দাস।2023 শে এর মে মাসে এশিয়ান বক্সিং (সাবাত) উজবেকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়নশিপে দুটি ব্রোঞ্জ মেডেল ছিনিয়ে নেয় বাংলার ভূমিপুত্র দিপানেশ দাস। মূলত বিদেশের মাটিতে প্রতিযোগিতার এই সাফল্য সারা বাংলায় ছড়িয়ে যায়।অন্যদিকে দিপানেশ এর ঐকান্তিক প্রচেষ্টায় 2024 সালের 22 শে জানুয়ারি আন্তর্জাতিক সাবাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়, বিশেষ কারণবশত শেষমেষ ভারতবর্ষের চন্ডীগর এ সাউথ এশিয়ান সাবাত চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কার্যত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইন্ডিয়া,উজবেকিস্তান, নেপাল সহ আরো অনেক দেশ। আর পশ্চিমবঙ্গ থেকে পাঁচজন সাবাত প্রতিযোগিতায় চান্স পায়,তারই মধ্যে পূর্ব বর্ধমানের তেজগঞ্জ এর বাসিন্দা দিপানেশ দুটি গোল্ড মেডেল হাসিল করতে সক্ষম হয়।সার্বিকভাবে রাজ্য তথা পূর্ব বর্ধমানের মুখুজ্জ্বল করে দিপানেশ,আগামীতে ভারতের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে দিপানেশ।তাঁর এই সাফল্যে খুশি ও গর্ববোধ করছে বর্ধমানবাসী। তাঁকে স্বাগত জানাতে পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার বাড়ি পৌঁছে সম্বর্ধিত করেন এবং তাঁর আরো বড় হওয়ার প্রার্থণা জানান।অন্যদিকে দিপানেশ এর বাবা মা তাঁর প্রশংসা করে বলেন,কেন্দ্র ও রাজ্য সরকার যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে দিপানেশ আরও এগিয়ে যাবে এবং ভারতের নাম উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। #purbobardhaman #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?