Howrah : লোকাল ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে বিপত্তি : U Bangla TV

Howrah : লোকাল ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে বিপত্তি : U Bangla TV

Dec 6, 2023 - 13:53
 0  16

লোকাল  ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে বিপত্তি। বাগনান হাওড়া লোকাল আজ সকালবেলা ১৪ নম্বর প্লাটফর্মে ঢোকার আগে । ১২ কোচের লোকাল ট্রেনটি পেছনের দিকের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাটি ঘটে হাওড়া স্টেশনে একেবারে মুখে চাঁদমারি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে, তবে হতাহতর কোন খবর নেই ঘটনাস্থলে রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা চলে এসেছেন ।এবং সে ক্ষেত্রে ১৪ নম্বর প্লাটফর্ম দিয়ে কোনরকম ট্রেন চলাচল করছে না বাকিগুলো দিয়ে ট্রেন চলাচল করছে স্বাভাবিকভাবেই এবং যুদ্ধকালীন তৎপরতায় ওই বগিটিকে লাইনে তোলার কাজ চলছে। তবে অফিস টাইমে এই বিপত্তি জেরে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়েছে তার ফলে অফিসযাত্রীরা পড়েছেন সমস্যায়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow