Tripura : অঙ্গনওয়াড়ি সেন্টারে শিক্ষিকা নেই : U Bangla TV
Tripura : অঙ্গনওয়াড়ি সেন্টারে শিক্ষিকা নেই : U Bangla TV
সিপাহীজলা ত্রিপুরা জেলা মোহনভোগ আর. ডি. ব্লকের অন্তর্গত বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের তেল কাজলা বরডেপা অঙ্গনওয়াড়ি সেন্টারে দীর্ঘ সাত মাস ধরে শিক্ষিকা নেই। শিক্ষিকা বিহীন এই অঙ্গনওয়াড়ি সেন্টার পরিচালনা করছেন সহায়িকা। দীর্ঘ সাত মাস আগে সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে সুনীতি দাস নামে এক শিক্ষিকার চাকুরির মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু, এই সাত মাসের মধ্যে সেই অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য কোন শিক্ষিকা নিয়োগ করতে পারল না সংশ্লিষ্ট দপ্তর। প্রাক প্রাথমিক শিক্ষার প্রাথমিক স্তর হল অঙ্গনওয়াড়ি সেন্টার, এখান থেকেই শিশুদের ভবিষ্যৎ, মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ ঘটে। কিন্তু, সেই অঙ্গনওয়াড়ি সেন্টারের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে, সহায়িকা দিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারটি পরিচালনা করতে হচ্ছে, আর এর জন্য দায়ী হলো সংশ্লিষ্ট দপ্তর এবং স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত অভিযোগ এলাকাবাসীর। একটা অঙ্গনওয়াড়ি সেন্টারে কি করে সাত মাস ধরে শিক্ষিকা ছাড়া চলছে!তাহলে শিশুদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি ত্রিপুরা সরকার যেন খুব শীঘ্রই এই অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য শিক্ষিকা নিয়োগ করার ব্যবস্থা করে।
What's Your Reaction?