Darjeeling : লোকালয়ে গজরাজ, জঙ্গলে ফেরালো বন কর্মীরা | U Bangla TV
Darjeeling : লোকালয়ে গজরাজ, জঙ্গলে ফেরালো বন কর্মীরা | U Bangla TV
অরণ্য ঘেরা উত্তরবঙ্গ তথা শহর শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকা। লোকালয়ে হাতি ঢুকে পড়ার ঘটনা প্রায় সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসে। তবে বন্যপ্রাণী ও মানুষের মধ্যে সংঘক্তি রুখতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে বন বিভাগ। বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি লোকালয় যেকোনো বন্যপ্রাণী ঢুকে পড়লে স্থানীয় বন রক্ষা কমিটি বা স্থানীয় মানুষেরা খবর পৌঁছে দেন বন দপ্তরের কাছে। ঘটনার খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছে পরেন কর্মীরা। তবে ফের শীত পড়তে এবার লোকালয়ে ঢুকে পড়ল গজরাজ। শিলিগুড়ি মহকুমার রাঙ্গাপানি এলাকায় মঙ্গলবার সকালে স্থানীয়রা দেখতে পান জঙ্গল থেকে বেরিয়ে জনসমক্ষে ঘুরে বেড়াচ্ছে গজরাজ। ঘটনার খবর পৌঁছে দেয়া হয় বনদপ্তর এর কাছে। খবর পেয়ে তড়িঘড়ি রাঙাপানি এলাকায় এসে হাতিটিকে ফের জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়। তবে লোকালয়ে হাতি ঢোকায় এখনো পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও, হাতি দেখতে ভিড় জমান উৎসাহিত জনতা৷ শেষ খবর পাওয়া অনুযায়ী বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি করা নজর রেখেছে বন দপ্তরও
What's Your Reaction?