Howrah : তোলা না দেয়ায় ব্যাবসায়ীর বাড়িতে হামলা : U Bangla TV

Howrah : তোলা না দেয়ায় ব্যাবসায়ীর বাড়িতে হামলা : U Bangla TV

Mar 20, 2024 - 18:23
 0  22

তোলা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাংচুর করে একদল তোলাবাজ| তাদের দাবি, দিতে হবে পুরো জমি না হলে টাকা । আর তাই দিনের পর দিন তারা তোলা চেয়ে হুমকি দিচ্ছে ব্যাবসায়ী কে | সে কারণেই থানার দ্বারস্থ হয়েছেন সেই ব্যবসায়ী । থানায় দুপক্ষ কে ডেকে এর মীমাংসা করার চেষ্টা চালায় পুলিশ | কিন্তু পুলিশের কাছে যাওয়ায়, তোলাবাজেরা ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর করে বলে অভিযোগ । এর ই জের ধরে ব্যবসায়ীর মেয়ে ও স্ত্রীকে ধরে মারধর করে এক দল বাইক বাহিনী বলে আরো অভিযোগ | হাওড়ার লিলুয়ার জগদীশপুর তাঁতি পাড়ার এই ঘটনায় আতংকিত ব্যবসায়ী শ্যামসুন্দর হাজরা ও তার পরিবার |গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগদীশপুর ফাঁড়ির পুলিশ| #howrah #howrahnews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow