Malda : মালদা তে কচিকাঁচাদের বসন্ত উৎসব : U Bangla TV
Malda : মালদা তে কচিকাঁচাদের বসন্ত উৎসব : U Bangla TV
মালদা তে সাড়ম্বর এর সাথে হরিশ্চন্দ্রপুর চক্রের পিপলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। প্রাথমিকের কচিকাঁচারা নিজেদের হাতে তৈরি আবির নিয়ে রং খেলায় মেতে উঠল স্কুল প্রাঙ্গণে। এই দিন বিদ্যালয় প্রাঙ্গণে বসন্তের আরাধনায় নাচে গানে মেতে উঠলো কচিকাঁচারা। সকাল থেকেই এই বসন্ত উৎসবকে ঘিরে ছিল প্রবল উন্মাদনা। হলুদ শাড়ি এবং হলুদ পাঞ্জাবি পড়ে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছোট ছোট শিশুরা বসন্তকে বরন করে নিল। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিদর্শক শর্মিলা ঘোষ। তিনি জানান স্কুলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর আগেও এই পিপলা প্রাথমিক বিদ্যালয় বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এলাকায় এবং জেলায় নজর কেড়েছে। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা জানান স্কুলের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন আগে থেকেই এই বসন্ত উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছিল ।তারা এর জন্য নিজের হাতেই আবির তৈরি করেছে যা সম্পূর্ণ নিরাপদ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে স্কুল প্রাঙ্গনে এই বসন্ত উৎসব সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো। #malda #maldanews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?