মঙ্গলা হাটের দিন পরিবর্তন
এশিয়ার বৃহতম হাট হাওড়া মঙ্গলা হাট। সপ্তাহে প্রতি মঙ্গল বার এই হাট বসতো দুর দুরান্ত থেকে ব্যাবসায়িরা এই হাটে বিকি কিনি করতে আসে। ওই দিন লোকসমাগম এত হতো যে মঙ্গল বারের হাট টাকে সোম এবং মঙ্গল দুদিন করা হয়। সেই সোম ও মঙ্গল বারের পরিবর্তে শনি ও রবি বার করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে এক সাংবাদিক সন্মেলনে জানান হাওড়া পুরসভার চেয়ার পার্সন সুজয় চক্রবর্তী। তিনি বলেন এই হাট চত্তরে অনেক সরকারী ও বেসরকারী স্কুল কলেজ আছে। অবিভাবকরা জানান সপ্তাহের প্রথম দুদিন ছাত্র ছাত্রীদের স্কুল কলেজে আসতে অসুবিধা হয়। তা ছাড়াও হাওড়া ময়দান মেট্র রেল চালু হলে লোকসমাগম বারবে। সমস্ত দিক চিন্তা ভাবনা করে হাটের দিন পরিবর্তন করার জন্য হাট কমিটির কাছে প্রস্তাব রাখা হয়েছে। আশাকরি সবার অনুমতি পেলে মঙ্গলা হাটের দিন পরিবর্তন করা সম্ভব হবে। #youtube #hawrah #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?