Kolkata : পিএস সি দুর্নীতি মুক্ত মঞ্চের ডাকে, পি এস সি অফিস ঘেরাও অভিযান : U Bangla TV

Kolkata : পিএস সি দুর্নীতি মুক্ত মঞ্চের ডাকে, পি এস সি অফিস ঘেরাও অভিযান : U Bangla TV

Mar 20, 2024 - 17:47
 0  4

২০ শে মার্চ বুধবার, ঠিক দুপুর ১২টায়, পিএস সি দুর্নীতি মুক্ত মঞ্চের ডাকে পিএসসি অফিস ঘেরাও অভিযান করলেন। এই অভিযানের নেতৃত্ব দেন, পিএস সি দুর্নীতি মুক্ত মঞ্চের ইন্দ্রজিৎ ঘোষ, এবং দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন শিক্ষক চিরঞ্জিত মন্ডল, তাহারা জানান, তারা পরীক্ষা পর্যন্ত ওয়েট করেছিলেন , তারপরই তারা এই অভিযান শুরু করেছেন। কিভাবে এই প্রশ্নপত্র ফাঁস হলো ,অবিলম্বে পিএস সি অফিসারকে জবাব দিতে হবে। দোষীদের গ্রেপ্তার করতে হবে, শুধু তাই নয়, আই সি ডি এস এর রেজাল্ট কবে বেরোবে তাও ঘোষণা করতে হবে, এর সাথে সাথে উপযুক্ত যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ করতে হবে ,এবং মিসিলিয়ানস ২০১৯ এর নন জয়েনিং সিটে নিয়োগ চান,তারা বলেন ছটি শিফটে পরীক্ষা হয়েছিল ফুডএসআই এ ,প্রতিটিতে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা কিভাবে সম্ভব হল, অবিলম্বে এর জবাব চাইছেন পিএস সি অফিসারের কাছে। প্রায় ৫০ থেকে ৬০ জন উপস্থিত পরীক্ষার্থীরা এদিন এই আন্দোলনে যুক্ত হন, তারা পিএস সির গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন ,ও গেট ধরে ঠেলাঠেলি করেন, প্রশাসনের হস্তক্ষেপে তারা থেমে যান । বৃষ্টিতেও তারা আন্দোলন এক ভাবে চালিয়ে যান, শ্লোগান দিতে থাকেন এবং সর্বশেষে তারা ডেপুটেশন দেন।পি এস সি দুর্নীতি মুক্ত মঞ্চের তরফ থেকে বলেন ,তারা বহুদিন ধরে আন্দোলন করে চলেছেন এবং ফুড সাপ্লাইয়ের পদে নোটিফিকেশনও করেন পরীক্ষার ব্যবস্থা করতে, তাই ১৬-১৭ই মার্চ সেই পরীক্ষার ব্যবস্থা করা হয়, সেখানেও দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়।তাই এদিন তারা আন্দোলন করে ও ডেপুটেশন দিয়ে জানিয়ে গেলেন #kolkata #kolkatanews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow