Hawrah : প্লাস্টিক সরঞ্জাম কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড |
সোমবার সকালে হাওড়ার ঘুসুড়ির নস্কর পাড়া এলাকায় বিধ্বংশী অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় একটি প্লাস্টিকের সরঞ্জাম তৈরির কারখানায় আগুন লাগে , স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের ভয়াবহতার দরুন স্থানীয় পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয়। আগুনকে নিয়ন্ত্রণে আনতে দমকলের তিনটি ইঞ্জিন কাজ করে। শুরুর দিকে জনবসতি এলাকা হাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজে সমস্যার মুখে পড়তে হয় দমকলের অধিকারিকদের। দমকল সূত্রে জানা যাচ্ছে , ওই কারখানার মিটার বক্স থেকেই শর্ট সার্কিট হয়ে এই ঘটনাটি ঘটে।বালি দমকলের আধিকারিক শুভাশীষ নাথ জানান এলাকাটি ঘনবসতি পূর্ণ হওয়ার ও রাস্তা খুবই সরু থাকার জন্য ভিতর অব্ধি গাড়ি ঢোকেনি। তারা গাড়ি গলির বাইরে রেখেই পাম্পের সাহায্যে জল দিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এই ঘটনাতে কারোর আহত হওয়ার কোনো খবর নেই।স্থানীয় বাসিন্দা অলোক বেড়া জানান,আগুন লাগার দু ঘন্টার মধ্যে আগুন নেভানোর কাজ সম্পন্ন হয়। #youtube #hawrah #fire #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?