Exclusive News : টিএনটির চেয়ে দ্বিগুণ শক্তিশালী সেবেক্স 2 | U Bangla TV

Exclusive News : টিএনটির চেয়ে দ্বিগুণ শক্তিশালী সেবেক্স 2 | U Bangla TV

Jul 3, 2024 - 18:40
 0  4

সামরিক ক্ষেত্রে অন্য দেশগুলির তুলনায় কয়েক কদম এগিয়ে গেল ভারত। কারণ ভারতের হাতেই এসে গেল ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ অপারমাণবিক বোমা।

সম্প্রতি ভারতের নৌসেনা সেবেক্স-২ নামের একটি নতুন বিস্ফোরককে শংসাপত্র দিয়েছে। বিস্ফোরক তৈরির সম্পূর্ণ নতুন তিনটি সূত্র প্রয়োগ করে এটি তৈরি করা হয়েছে।

বিস্ফোরকের নতুন সূত্রগুলি আবিষ্কার করেছে ‘ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড’। মহারাষ্ট্রের নাগপুরের একটি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার সহযোগী সংস্থা এটি।

সচরাচর কোনও বিস্ফোরকের শক্তি বুঝতে টিএনটি-কে মানদণ্ড হিসাবে ধরা হয়। নতুন বিস্ফোরকটি টিএনটির চেয়ে অনেক শক্তিশালী। ফলে এর ধ্বংসাত্মক শক্তিও অনেক বেশি।

সেনার একটি সূত্র মারফত জানা গিয়েছে, পারমাণবিক অস্ত্র বাদ দিয়ে অন্য বিস্ফোরকের তুলনায় বেশি শক্তিশালী এই সেবেক্স-২।

ফলে শত্রুদের তৈরি করা বাধা সরাতে কিংবা গোলাবর্ষণের ক্ষেত্রে ভারতীয় সেনা এ বার নতুন অস্ত্র হাতে পেয়ে গেল। ‘ইকোনমিক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের ‘ডিফেন্স এক্সপোর্ট প্রোমোশন স্কিম’-এর অঙ্গ হিসাবে এই বিস্ফোরকটির উপরে ধারাবাহিক ভাবে পরীক্ষা চালায় নৌসেনা।

আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় সম্প্রতি সেবেক্স-২ পরীক্ষা করে নৌসেনা। বিস্ফোরকটি ‘যোগ্য’ হিসাবে স্বীকৃতিও দেয়।

টিএনটির তুলনায় সেবেক্স ২.১ গুণ অধিক শক্তিশালী। তবে উৎপাদক সংস্থাটি খুব শীঘ্রই টিএনটির তুলনায় ২.৩ গুণ শক্তিশালী বিস্ফোরক আনতে চলেছে বলেও জানিয়েছে।      

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow