Balurghat : ছাত্র সংকটে ধুঁকছে আস্ত কলেজ! দুবছর ধরে বেতন বন্ধ ১৬ জন অস্থায়ী কর্মীর | U Bangla TV
Balurghat : ছাত্র সংকটে ধুঁকছে আস্ত কলেজ! দুবছর ধরে বেতন বন্ধ ১৬ জন অস্থায়ী কর্মীর | U Bangla TV
ছাত্র সংকটে ধুঁকছে আস্ত কলেজ! প্রায় দুবছর ধরে বেতন বন্ধ ১৬ জন অস্থায়ী কর্মীর। ক্ষোভে ফুসছেন জমি দাতারা। ঘটনার কথা স্বীকার করেছেন কলেজ অধ্যক্ষ। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ কলেজের।
সংখ্যালঘু অধ্যুষিত কুমারগঞ্জ ব্লকের প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের সুবিধার্থে থানা সংলগ্ন এলাকায় ২০১৬ সালে বিপুল অর্থ ব্যয়ে চালু হয় এই কুমারগঞ্জ কলেজটি। কলেজ সুত্রের খবর অনুযায়ী বর্তমানে সেখানে ছাত্র ছাত্রীর সংখ্যা রয়েছে প্রায় চারশো। যাদের শিক্ষাদানের জন্য ২১ জন স্থায়ী অধ্যাপকও রয়েছেন। শুধু তাই নয়, কলেজের যাবতীয় কাজ পরিচালনার জন্য ২০১৮ সালে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রায় ১৬ জন অস্থায়ী কর্মী নিয়োগ করে কলেজ কতৃপক্ষ। তারপর বেশ কয়েক বছর সুষ্ঠুভাবে কলেজ পরিচালনা হলেও, সমস্যা তৈরি হয় করোনার লকডাউনের পর থেকেই বলে দাবি করেছেন কলেজ কতৃপক্ষ। তাদের কথায় ছাত্র ছাত্রীর সংখ্যা কমতে থাকায় কলেজের নিজস্ব তহবিলও প্রায় তলানিতে গিয়ে দাঁড়ায়। যার জেরে প্রায় দুবছর ধরে বন্ধ হয়ে রয়েছে কলেজের অস্থায়ী ওই ১৬ জন কর্মীর বেতন।
What's Your Reaction?