World: নামিব, নরকের দুয়ার | U Bangla TV

World: নামিব, নরকের দুয়ার | U Bangla TV

Aug 4, 2023 - 13:16
 0  8

আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলে আটলান্টিক মহাসাগরের কোলে রয়েছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন মরুভূমি। লাল রঙের বিশাল উত্তপ্ত বালিরাশির কিনারে আছড়ে পড়ে সাগরের জল। লাল বালুর বিশাল অঞ্চলে জলের  চিহ্নমাত্র নেই। যার রুদ্র রূপ দেখে পর্তুগিজ পরিব্রাজকেরা এর নাম দিয়েছেন "নরকের দুয়ার"। অ্যাঙ্গোলা ও দক্ষিণ আফ্রিকার অংশ জুড়ে বিস্তৃত এই মরুভূমির নাম "নামিব"। যেখানে দিনের বেলা থাকে সূর্যের জ্বলন্ত আগুন, রাতে প্রচণ্ড ঠান্ডা। রুক্ষ এই মরুভূমির বুকে রয়েছে অজানা রহস্য। 

একদিকে আটলান্টিক মহাসাগর অপরদিকে এই বিশাল মরুভূমি। যেন মনে হয় মহাসাগরের সঙ্গে গভীর প্রণয়ে মিশেছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন এই মরুভূমি। লাল বালুর বিস্তীর্ণ অঞ্চলের কারণে এটিকে বলা হয় "পৃথিবীর মঙ্গল গ্রহ"।বিশ্বের প্রাচীনতম মরুভূমির বিশালাকৃতির লাল বালিয়াড়ি আর কঙ্কাল আকৃতির গাছ যেন একে পরিণত করেছে পৃথিবীর মাঝেই এক টুকরো মঙ্গল গ্রহে।নামিবিয়ার সমগ্র আটলান্টিক উপকূল বরাবর প্রসারিত সিলিকা সমুদ্র।স্থানীয় ভাষায়, নামিব মানে “এমন একটি এলাকা যেখানে কিছুই নেই”। এর প্রাচীনত্বের কারণে, নামিব বিশ্বের অন্যান্য মরুভূমির তুলনায় আরও স্থানীয় প্রজাতির আবাসস্থল হতে পারে।আফ্রিকান বুশ হাতি, মাউন্টেন জেব্রাসহ মারাত্নক শুষ্ক জলবায়ুতে বেঁচে থাকার মতো কিছু বিশেষ ক্ষমতা সম্পন্ন গাছও রয়েছে এখানে। পৃথিবীর সবচেয়ে পুরনো এই মরুভূমির বয়স প্রায় সাড়ে ৫ কোটি বছর। ৮১ হাজার বর্গ কিলোমিটারের এই মরুভূমি ২০০ কিলোমিটার চওড়া এবং দুই হাজার কিলোমিটার লম্বা।

এখানে বসবাসকারী প্রাণী এবং উদ্ভিদ এর রুক্ষ আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নিয়েছে তাই প্রাণ শূন্য হয়ে যায়নি নামিব মরুভূমি  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow