Exclusive News : ঘূর্ণিঝড়ের আপডেট : U Bangla TV
Exclusive News : ঘূর্ণিঝড়ের আপডেট : U Bangla TV
জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নয়, মে মাসের মাঝামাঝি সময়েই দেশে বর্ষার প্রবেশ ঘটবে! এমনই সুখবর শুনিয়েছে মৌসম ভবন। তাদের তরফে পূর্বাভাস, আগামী সপ্তাহেই দেশে বর্ষা শুরু হয়ে যাবে। বিশেষত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকছে। মোটামোটি ১৯ মে নাগাদ তার প্রবেশ ঘটে যাবে। তার পর ধীরে ধীরে কেরল ও পশ্চিমবঙ্গে বর্ষা (Monsoon) শুরু হবে। তবে রাজ্যে আপাতত স্বস্তির খবর নেই। মঙ্গলবার থেকে চরম গরম শুরু হয়েছে। রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। সপ্তাহভর মোটের উপর এমনই থাকবে আবহাওয়া। ২০ মে থেকে ২৫ মে -এর মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হবার প্রবল সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় 'রেমাল (রে-মাল)' -এ পরিণত হতে পারে ও মে মাসের শেষে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি একটি প্রাথমিক পূর্বাভাস মাত্র যা পর্যবেক্ষনে রয়েছে। কোথায় কবে কখন কত গতিবেগে আঘাত করবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়; যত সময় যাবে ততই পরিষ্কার হবে যে ঝড় কোথায় কবে হবে।
What's Your Reaction?