Tripura : (CBSE) মাধ্যমের দশম এবং দ্বাদশ পরীক্ষার ফলাফল ঘোষণা : U Bangla TV

Tripura : (CBSE) মাধ্যমের দশম এবং দ্বাদশ পরীক্ষার ফলাফল ঘোষণা : U Bangla TV

May 14, 2024 - 15:32
 0  11

প্রত্যেক বছরের মতো এবছরও CBSE' তে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে কৃতি ছাত্র-ছাত্রীরা। ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে গোটা উত্তর-পূর্ব ভারতের সম্ভাব্য প্রথম ত্রিপুরার বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র অদ্রিরাজ সাহা। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। CBSE পরিচালিত দশম শ্রেণীর পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করেছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্ররা। অদ্রিরাজের পর বিদ্যালয় এর জন্য দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছে অনুরণ চ্যাটার্জী। তার প্রাপ্ত নম্বর ৪৯০। তৃতীয় স্থানে রয়েছে অভিরূপ কর। তার প্রাপ্ত নম্বর ও ৪৯০। এবারের মোট পরীক্ষার্থী ১০৮ জন। যার মধ্যে ১০২ জন ছাত্রই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ৫৫ জন ছাত্র ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। অপরদিকে, বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বিদ্যালয়ের হয়ে প্রথম স্থান অর্জন করেছে বিনীত বিশ্বাস। তার প্রাপ্ত নম্বর ৪৭৯। দ্বিতীয় কৌশিক দেবনাথ। তার প্রাপ্ত নম্বর ৪৭১, তৃতীয় নবরাজ দেবনাথ। তার প্রাপ্ত নম্বর ৪৭০। বিজ্ঞান বিভাগের মোট ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন ছাত্র এই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। হিউম্যানিটিজ বিভাগের ১০ জনের মধ্যে ৯ জন ছাত্র প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী শুভকরানন্দ মহারাজ ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে অভিনন্দন জানিয়েছেন। #tripura #tripuranews #cbscboardexamnews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow