মহারাজা বিজয় চাঁদ মহাতাবের আবক্ষ মূর্তি বসানোর দাবি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে অবস্থিত একটি মেডিক্যাল কলেজ। এটি ১৯৬৯ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বারা ‘বর্ধমান বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ’ হিসাবে প্রতিষ্ঠিত হয়। পরে এটি ১৯৭৬ সালের ৪ আগস্ট পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করে এবং বর্ধমান মেডিক্যাল কলেজটি পুনর্গঠন করে। বিদ্যায়তনটি প্রায় ৭৯ একর জুড়ে বৃস্তিত। উলেখ্য ১৭০০ খ্রিস্টাব্দে বর্ধমান শহর তথা জেলা সেই সময়কালে রাজার দেশ হিসেবে পরিচিত ছিল,পাশাপাশি এরাজ্যে বৃটিশ শাসন ছিল। কার্যতঃ ব্রিটিশ গভর্নর মিস্টার ফ্রেজার হসপিটাল তৈরি করেন,কিন্তু হাসপাতালের পূর্ণরূপ দেন বর্ধমানের মহারাজা বিজয় চাঁদ মহাতাব । ১৯৭৬ সালের পর নাম হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। তবে বর্ধমান হাসপাতালের লাল বিল্ডিংয়ে বিজয় চাঁদের নাম উল্লেখ রয়েছে। কিন্তু বাস্তবে ওই নামে কেউই চেনেনা,রাজার দেওয়া জমির উপর এত বড় হাসপাতাল সম্ভবত এরাজ্যে কমই আছে, তাই বর্ধমানবাসী এবং বুদ্ধিজীবীরা বলছেন যার তৈরি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল তারই কোনো চিহ্নিত নেই,অবশ্যই বিজয়চাঁদ মহারাজার একটি আবক্ষ মূর্তি দরকার হাসপাতাল চত্বরে। @ubanglatvofficial #bardhaman
What's Your Reaction?