কার্লমাক্সের জন্ম দিবসে শ্রদ্ধাঞ্জলি। U Bangla TV

May 5, 2023 - 15:11
 0  3

ইউ বাংলা টিভির তরফ থেকে কাল মার্কস এর জন্মদিবস এ বিনম্র শ্রদ্ধা। তিনি ছিলেন দার্শনিক অর্থনীতিবিদ ও মার্কসবাদ এর প্রবক্তা ‌।
কার্লমাক্স সবসময় শ্রেণী সংগ্রাম ও সমাজতন্ত্র গড়ার লক্ষ্যে বিপ্লবের কথা বলে এসছে। তিনি আজীবন শ্রম ও শ্রমের ক্ষমতা সম্পর্কে লড়াই করে এসেছেন। কাল মার্কস অর্থনীতিবিদ হিসেবে সব সময়  শ্রমিক শ্রেণীর জন্য সঠিক পন্থা অবলম্বনে কথা বলেছে। ২০০ বছর পেরিয়ে গেলেও আজও শ্রমিক শ্রেণীর আন্দোলন থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কালমার্কস আলোচিত একটি নাম। সমাজের সাম্যতা তৈরি করা ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন তিনি আজীবন
তাই আজ সবশেষে উনার একটা উক্তি দিয়েই আমরা শেষ করবো আমাদের প্রতিবেদন।
"ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি করে, প্রথমে সেটি মর্মান্তিক ঘটনার দ্বারা আর দ্বিতীয়টি রসিকতার দারা" 
বর্তমান সময়ের দাঁড়িয়ে কার্ল মার্ক্সের প্রতিটি উক্তি প্রতিটি দার্শনিক তত্ত্ব প্রতিটি অর্থনৈতিক তত্ত্ব এখনো আমাদের বর্তমান সমাজের কাছে সমান গ্রহণযোগ্য ও বাস্তববাদী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow