Darjeeling : ত্রিপাক্ষিক বৈঠকের পর অবশেষে খুলল বাগডোগরার তিরহানা চাবাগান : U Bangla TV
Darjeeling : ত্রিপাক্ষিক বৈঠকের পর অবশেষে খুলল বাগডোগরার তিরহানা চাবাগান : U Bangla TV
শ্রম দপ্তরের ত্রিপাক্ষিক বৈঠকের পর অবশেষে খুলল বাগডোগরার তিরহানা চাবাগান। সোমবার থেকেই খুলে গেল এই বাগান। ১০৮ দিন পর স্বাভাবিকের পথে চাবাগান। গত ১০ নভেম্বর বোনাসের সমস্যায় বন্ধ হয়েছিল বাগডোগরার তিরহানা চাবাগান। বাগানে লকআউট নোটিশ ঝুলিয়ে বাগান বন্ধ করে বাগান কর্তৃপক্ষ। এরপর বোনাস ও নিজেদের মজুরির দাবিতে একাধিকবার রাজ্য সড়ক পথ অবরোধ ও বিক্ষোভ করে শ্রমিকরা। অবশেষে ২৪ ফেব্রুয়ারি শ্রম দপ্তরের ত্রিপাক্ষিক বৈঠকের পর এদিন থেকে খুলল বাগান। এদিন বাগান খুললেও অধিকাংশ শ্রমিকদের মধ্যে খুশীর ছবি ধরা পড়েনি। শ্রমিকদের অভিযোগ বাগান খুললেও একমাস পর বোনাস ও মজুরি দেওয়ার কথা রয়েছে। এই একমাস কিভাবে চলবে ও ১৮ শতাংশ বোনাস কেন হল? তা নিয়ে চিন্তায় শ্রমিকরা। বকেয়া বোনাস ও মজুরি আগামী দিনে ২ কিস্তিতে পরিশোধ করা হবে বলে বাগানের সিনিয়ার ম্যানেজার জানান। পাশাপাশি আর্থিক সমস্যা আগামী দিনে যাতে কোনো কারণে বাগানের স্বাভাবিক অবস্থায় ব্যাঘাত না ঘটে তার জন্য সহায়তার দাবি জানান তিনি। এদিন বাগান বন্ধ থাকায় যে পরিমাণ টাকা খরচ হয়েছিল তা নিয়েও বাগান কর্তৃপক্ষকে খরচের হিসাব লিখিত আকারে পেশ করেন শ্রমিকরা। তবে স্বাভাবিক রুপ ফেরানোর মূল উদ্দেশ্য নিয়েই কাজ করার বার্তা দেন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বাগডোগরা থানার পুলিশ। #darjeeling #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?