Nadia : জঙ্গল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার একাধিক ভোটার কার্ড : U Bangla TV
Nadia : জঙ্গল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার একাধিক ভোটার কার্ড : U Bangla TV
নদীয়ার চাকদার পর এবার শান্তিপুর মেলের মাঠ এলাকায় উদ্ধার একাধিক ভোটার এপিক কার্ড। আর তাতেই চাঞ্চল্যের সৃষ্টি গোটা এলাকায়। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডলের কাছ থেকে জানা যায়, তার বাড়ি সংলগ্ন মেলের মাঠ প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে, সাফাই কর্মীরা বৃহস্পতিবার সকালে বেশ কিছু ভোটার কার্ড পান। তারা ওই এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্যা শিখা ভৌমিক এর কাছে সেগুলো জমা করেন। এরপর শান্তিপুর পঞ্চায়েত সভাপতি নৃপেন মন্ডলের কাছে ভোটার কার্ড উদ্ধারের ব্যাপারে ফোন করে জানানো হয় । তিনি এসে স্কুলের ওই পরিত্যক্ত অঞ্চল আবারো ঘুরে দেখেন, খবর দেন পুলিশ প্রশাসনের কাছে। কে বা কারা সেগুলোকে ফেলে রেখে সাধারণ মানুষকে বিরম্বনায় ফেলেছে সেই নিয়ে তদন্ত করছে স্থানীয় পুলিশ । তবে সূত্রের খবর অনুযায়ী মোট বারোটি ভোটার কার্ড উদ্ধার হয়েছে। যার মধ্যে মেলের মাঠ অঞ্চলেরই বেশিরভাগ, অন্যান্য পার্শ্ববর্তী এলাকা বাগদেবীপুর সহ অন্যান্য অঞ্চলেরও রয়েছে বেশকিছু । তবে পুলিশ সূত্রে খবর শান্তিপুর থানার পুলিশ সঠিক তদন্ত করে উদ্ধার হওয়া ভোটার কার্ড গুলি নথিপত্র যাচাই করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে । #nadia #nadianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?