Tripura : দুর্নীতির প্রতিবাদে ক্ষুব্ধ জনগন : U Bangla TV
Tripura : দুর্নীতির প্রতিবাদে ক্ষুব্ধ জনগন : U Bangla TV
সরকার ত্রিপুরার প্রত্যেক জায়গায় বেহাল রাস্তার মেরামতের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করছে। অন্যদিকে, বেহাল রাস্তার সংস্কারের কাজের নাম করে বিভিন্ন কোম্পানি এবং ঠিকাদাররা রাস্তার কাজ নিয়ে ব্যাপক দুর্নীতি চালিয়ে যাচ্ছে বলে জনগনের অভিযোগ। জানা গেছে, সিপাহীজলা ত্রিপুরা জেলা সোনামুড়া কালাপানিয়া পুরাতন ফরেস্ট অফিস থেকে উরমাই কীর্তনীয়া চৌমুহনী পর্যন্ত বেহাল রাস্তার সংস্কারের কাজের জন্য পূর্ত দপ্তর-- চিত্তরঞ্জন সাহা এন্ড ব্রাদার্স কোম্পানিকে ৪ কোটি ৯ লক্ষ ১৭ হাজার ২৯১ টাকা বরাদ্দ করে। সেই বেহাল রাস্তার সংস্কারের কাজ পায় ঠিকাদার বলরাম দাস। ঠিকাদার বলরাম দাস বেহাল রাস্তার সংস্কারের জন্য কাজ শুরু করেছে ঠিকই, কিন্তু, কাজে এমন ভাবে সে দুর্নীতি করেছে যা এলাকাবাসীরা দেখে ক্ষুব্ধ হয়ে গিয়েছে। রাস্তাটির কাজ এমনভাবেই করা হয়েছে যে রাস্তার পিচ এলাকার মানুষ খুব সহজেই হাতে তুলে ফেলতে পারছে। রাস্তায় দেওয়া হয়নি কোন ধরনের তৈলাক্ত পদার্থ, এলাকার মানুষকে বোকা বানিয়ে ঠিকাদার বলরাম দাস কোনরকম ভাবে তালকে তিল বানিয়ে তার কাজ করে যাচ্ছিল । রাস্তার কাজের পাশাপাশি রাস্তার পাশে পাকা ড্রেন নির্মাণেরও কথা ছিল বলে ঠিকাদার বলরাম দাসের। কিন্তু, সেই পাকা ড্রেন নির্মাণ করার দরকার বলে মনে করেনি ঠিকাদার বলরাম দাস বলে অভিযোগ এলাকার ক্ষুব্ধ মানুষজনের। যতক্ষণ পর্যন্ত এই বেহাল রাস্তাটি ভালোভাবে সংস্কারের কাজ না করা হচ্ছে, ততদিন পর্যন্ত এই বেহাল রাস্তার কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। এখন দেখার বিষয় হলো সংশ্লিষ্ট দপ্তর ঠিকাদার বলরাম দাসের রাস্তার কাজের এই দুর্নীতির বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?