Jalpaiguri | কালিয়াগঞ্জ রেলস্টেশন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস হতে চলেছে | U Bangla TV

Jalpaiguri | কালিয়াগঞ্জ রেলস্টেশন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস হতে চলেছে | U Bangla TV

Aug 4, 2023 - 18:55
Aug 4, 2023 - 19:07
 0  6

আগামী ৬ অগাস্ট সকাল ৯ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেলস্টেশন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস হতে চলেছে। দূর নিয়ন্ত্রণ ব্যবস্হার মাধ্যমে নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী সারাদেশে অমৃত ভারত প্রকল্পের অধিনে মোট ৫০৮ টি রেলস্টেশন উন্নয়ন কাজের শিলান্যাস করবেন। ভারতীয় রেলের অমৃত ভারত প্রকল্পের তালিকায় আছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ, ডালখোলা এবং আলুয়াবাড়ি রোড(ইসলামপুর) রেলস্টেশন। এই শিলান্যাস অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জ রেলস্টেশন পরিদর্শন করেন উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ম্যানেজার সুরেন্দ্র কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে দূর নিয়ন্ত্রণ ব্যবস্হার মাধ্যমে রেলস্টেশন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানের দিনক্ষণ সামনে আসতেই খুশির হাওয়া কালিয়াগঞ্জে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন ভারত গড়ার যে কর্মযজ্ঞ চলছে। তার সুফল হিসেবে অমৃত ভারত প্রকল্পে কালিয়াগঞ্জের পাশাপাশি ডালখোলা ও আলুয়াবাড়ি রোড রেলস্টেশন নবরূপে সাজিয়ে তোলা হবে। ভারতীয় রেলের তথ্য অনুযায়ী ১৮৭৯ সালে ব্রিটিশ সরকারের আমলে কাটিহার থেকে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ হয়ে রাধিকাপুর দিয়ে অধুনা বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত এই রেলপথ চালু হয়েছিল। দেশ ভাগের পর এখনো কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রেন নিয়মিত ভাবে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচল করছে। মাস তিনেক হল বারসই থেকে রাধিকাপুর পর্যন্ত রেলপথে বিদ্যুতবাহী ট্রেন চলাচল শুরু করেছে।এদিন সাংবাদিকদের কিছু বলতে চাননি কাটিহার ডিভিশনের ম্যানেজার সুরেন্দ্র কুমার।  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow