Birbhum : উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই ভুল সেন্টারে পৌঁছালো পরীক্ষার্থী : U Bangla TV
Birbhum : উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই ভুল সেন্টারে পৌঁছালো পরীক্ষার্থী : U Bangla TV
উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই পরীক্ষার্থীরা ভুল সেন্টারে পৌঁছানোয় বিভ্রান্তি ছড়াল। শুক্রবার থেকে শুরু হয়ে গেল 2024 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বীরভূমের নলহাটি ১নম্বর ব্লকের গোসাঁইপুর হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কয়থা হাইস্কুলে উপস্থিত হয় পরীক্ষা দেওয়ার জন্য। কয়থা হাই স্কুলের যাওয়ার পর হঠাৎই তারা জানতে পারে তাদের সেন্টার এই স্কুলে নয়, অন্য স্কুলে। এই খবর ছাত্র-ছাত্রীদের কানে যেতেই বিভ্রান্তিতে পড়ে যায় তারা । অনেক ছাত্র-ছাত্রী হঠাৎই এই বিপদে পরে কান্নাকাটি শুরু করে । এরপর ৪৬ জন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের তড়িঘড়ি নলহাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ পরীক্ষা সেন্টারে যাবার জন্য বলা হয়। ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের অভিযোগ স্কুলের শিক্ষক মহাশয় তাদেরকে যে নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী তারা কয়থা স্কুলে উপস্থিত হয়েছিলেন তাঁরা আরও বলেন কেনই বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর এডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করা হয়নি । পরীক্ষার সময় এই হয়রানি সত্যিই আতঙ্কিত করে দেয় ছাত্রছাত্রীদের। এই ঘটনায় ছাত্র - ছাত্রীদেরকে সান্ত্বনা দিতে উপস্থিত হন নলহাটি বিধানসভার বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং। #birbhum #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?