Paschim Bardhaman : দূষণের গ্রাসে আস্তগ্রাম : U Bangla TV

Paschim Bardhaman : দূষণের গ্রাসে আস্তগ্রাম : U Bangla TV

Feb 6, 2024 - 18:41
 0  4

দূষণের গ্রাসে আস্তগ্রাম। দেখা দিচ্ছে চর্মরোগ, চোখের সমস্যা, হৃদরোগ। এই অভিযোগ তুলে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার সামনে বিক্ষোভ এলাকাবাসীর। ব্যাপক উত্তেজনা সামাল দিতে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপা শিল্পতালুকের বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার বিষাক্ত ধোঁয়া আর ছাই এ বাঁশকোপা গ্রাম জর্জরিত। ফলে ফসল হচ্ছে না , হচ্ছেনা মাছ চাষ ও । এমনকি চর্মরোগ, হৃদরোগ, চোখের ছানি সহ পেটের সমস্যা দেখা দিচ্ছে। বাড়ি থেকে বেরোনোই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় রায় অভিযোগ করেন, "দূষণের গ্রাসে একদিকে যেমন গ্রাম, অপরদিকে তেমনি স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে কাজে। একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে তাঁরা বিষয়টি জানিয়েছেন , কিন্ত তারা কোন কর্ণপাত করছে না। বিগত বছরেও একই অভিযোগ তুলে আন্দোলনের সামিল হয়েছিলেন তারা , কিন্তু সাময়িক বিষাক্ত ছাই ফেলা বন্ধ করলেও কয়েক মাস পর আবার আগের ছন্দেই ফিরে যায়। যতক্ষণ পর্যন্ত না এলাকার পাশে ছাই ফেলা বন্ধ করা হচ্ছে , ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে বলেও হুঁশিয়ারি দেন।" পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান কাঁকসা থানার পুলিশ বাহিনী। #durgapur #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow