Bankura : পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তা ও যাতায়াতের ব্যবস্থা করলো বনদপ্তর : U Bangla TV
Bankura : পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তা ও যাতায়াতের ব্যবস্থা করলো বনদপ্তর : U Bangla TV
শুরু হলো ২০২৪ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন গুলিতেও বাঁকুড়ার হাতি উপদ্রুত এলাকার পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তা ও যাতায়াতের ব্যবস্থা করলো বনদপ্তর। পরীক্ষার্থীদের বাড়ি থেকে গাড়িতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো, এবং পরীক্ষা শেষে বাড়িতে ফিরিয়ে আনার পাশাপাশি জঙ্গল পথ জুড়ে হুলা পার্টির সদস্যরা টহল দেবেন, প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থাও করেছে বনদপ্তর বলে জানা গেছে। বনদপ্তর সূত্রে খবর, শুক্রবার উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে মোট ২৩ টি ও পাঞ্চেত বন বিভাগে ৪০ টি হাতি রয়েছে। এই অবস্থায় বড়জোড়া হাই স্কুল, বেলিয়াতোড় হাই স্কুল ও গদারডিহি হাই স্কুল সহ ১৪ টি পরীক্ষান্দ্রের জঙ্গল লাগোয়া ১০ টি গ্রাম গুলির প্রায় ১২০ জন পরীক্ষার্থীর জন্য প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা করেছে বনদপ্তর। জঙ্গল পথে রয়েছেন হুলাপার্টির সদস্যরাও। পরীক্ষার্থী রাকেশ ঘোষ, প্রিয়া নন্দীরা বলেন, জঙ্গলে হাতি, আর ওই পথেই পরীক্ষাকেন্দ্রে যেতে হবে। এটাই 'বাড়তি টেনশান'। তবে বনদপ্তর গাড়ির ব্যবস্থা করায় তারা খুশী বলেই জানায়। অভিভাবক নিমাই পাল বলেন, জঙ্গল ঘেরা গ্রামে তারা বাস করেন। জঙ্গলে বছরভর হাতি থাকে, মাঝে মধ্যেই গ্রামে ঢুকে পড়ে হাতির দল। হাতি সমস্যার সমাধান দরকার বলে তিনি জানান। বনাধিকারিক কুলান ডাইভাল বলেন, পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে পর্যাপ্ত হুলাপার্টি, অ্যালিফ্যান্ট ট্র্যাকার সহ অন্যান্য সব ধরণের ব্যবস্থাও করা হয়েছে বলে তিনি জানান । #bankura #bankuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?