South 24 PGS : ইস্কুলের ঘর দিয়ে প্যান্ডেলের ব্যবসা : U Bangla TV

South 24 PGS : ইস্কুলের ঘর দিয়ে প্যান্ডেলের ব্যবসা : U Bangla TV

Mar 20, 2024 - 15:28
 0  6

শিক্ষা জাতির মেরুদন্ড,স্কুল হচ্ছে তার মন্দির । আর সেই স্কুলে ,বছরের পর বছর ঘরের মধ্যে প্যান্ডেলের জিনিসপত্র রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে এক ব্যবসায়ী , শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেবার বিনিময়ে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের গাজীপুর অঞ্চলের কেদারনাথ বিদ্যানিকেতন স্কুলের। দীর্ঘ কয়েক বছর ধরে এই স্কুলের বিশাল রুম নিজের হেফাজতে রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এক ডেকোরেটর্স ব্যবসায়ী হাবিব মোল্লা। অভিযোগ -- বিনিময়ে স্কুলের যেকোন অনুষ্ঠানে বিনা পয়সায় ডেকোরেটরস,মাঝেমধ্যে শিক্ষকদের ফিস্ট জন্য গ্যাস, এমনকি দোকানের খাবার দাবার সম্পূর্ণ বিনা পয়সায় দিতে হয় তাকে। রীতিমতো এই ডেকোরেটরস ব্যবসায়ীর সঙ্গে স্কুলের প্রধান শিক্ষকের অলিখিত লেনদেন চলে। আর এর ফলে দিনের পর দিন স্কুলের ওই রুম চলে যাচ্ছে ওই ব্যবসায়ীর দখলে। স্কুলের ভারপ্রাপ্ত সমীর পুরকাইত জানান বিগত বছরের প্রধান শিক্ষকের সময় থেকে ব্যবসায়ী আছে । বর্তমানে তিনি মাত্র দেড় বছর স্কুলের দায়িত্ব নিয়েছেন । ব্যবসায়ীকে জানানো হয়েছে কয়েক দিনের মধ্যে ঘর ছেড়ে দেবে। তবে এই বিষয়ে প্যান্ডেল ব্যবসায়ী হাবিব মোল্লার দাবি-- তাকে কিছু জানানো হয়নি । স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মিথ্যা কথা বলছেন, স্কুলের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার বিনিময় তিনি ওই ঘরটি নিয়ে রয়েছেন, এমনকি ওই ঘরের চাবিও তার কাছে আছে। প্যান্ডেল ব্যবসায়ী হাবিব মোল্লার কথায় সায় দিয়েছেন এলাকাবাসী। #south24pargana #newstoday #banglanews @ubanglatvofficial

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow