Baruipur : বারুইপুরের বাড়ির রথ দেখতে বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন

Baruipur : বারুইপুরের বাড়ির রথ দেখতে বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন

Jun 20, 2023 - 13:39
 0  3

মঙ্গলবার রথযাত্রার পুণ্যতিথি। পুরী তো বটেই, পশ্চিমবঙ্গের বহু প্রাচীন জগন্নাথ মন্দিরে মঙ্গলবার রথের উৎসব পালিত হয়েছে নিষ্ঠার সঙ্গে। করোনাভাইরাসের কারণে বেশ কয়েবছর ভক্তসমাগম না হলেও ঐতিহ্য রক্ষার্থে পালিত হয়েছিলো রথযাত্রা। কলকাতায় ও তার আশেপাশে বহু প্রাচীন রথ রয়েছে, সেখানেও রীতিনীতি মেনে সকাল থেকে মহাপ্রভুর আরাধনা করা হয়েছে।বারুইপুর রায় চৌধুরী বাড়ির রথযাত্রা বঙ্গের খুব প্রাচীন এক রথযাত্রা। এ দিনও নিষ্ঠার সঙ্গে পালিত হল জগন্নাথের রথ। জমিদার রাজবল্লভ রায় চৌধুরীর সময় থেকেই এই রথযাত্রার সূত্রপাত, যা আজও সাড়ম্বরে পালিত হয়ে আসছে।জানা যায়, আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে রাজবল্লভ চৌধুরী স্বপ্নাদেশে পেয়ে নিজের বাড়িতেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করে রথযাত্রার সূচনা করেছিলেন। এক সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও বেশ কিছুদিন এই বাড়িতেই এসে থেকেছিলেন। ‘দুর্গেশ নন্দিনী’ উপন্যাসের একটা বড় অংশ এই বাড়িতে বসে লেখা হয়েছিল বলেও কথিত আছে। এবছর করোনা মহামারীর দাপট আর নেই তাই এ বছর সাড়ম্বরে পালিত হচ্ছে ঐতিহাসিক রথযাত্রা।এই রথকে কেন্দ্র করেই চৌধুরীদের রাস ময়দানে বসে বিরাট মেলা ।চলে একমাস ধরে । প্রচুর দোকানপাট । কি নেই সেই মেলায় । বিক্রি হয় হরেক জিনিসপত্র । বিশেষ করে খাবারের মধ্যে জিলিপি ও বাদামের দোকান বসে লাইন দিয়ে। এছাড়া বিশেষ উল্লেখযোগ্য লোহার ও কাঠের তৈরি জিনিসপত্র ও গাছের দোকান । জগন্নাথ ধাম পুরি রথ যাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগম হয় জগন্নাথ ধামে। সেই রকমই বারুইপুরের #newstoday #banglanews #news #baruipur #rathyatra #kolkata  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow