Tripura : রাবার বাগান কেটে ধ্বংস করল এক ফরেস্ট অফিসার!
Tripura : রাবার বাগান কেটে ধ্বংস করল এক ফরেস্ট অফিসার!
খাকী পোশাক গায়ে লাগিয়ে সাধারণ মানুষের সাথে ক্ষমতার উর্ধ্বে উঠে গুন্ডাগিরি দেখালো প্রসেনজিৎ বণিক নামে এক ফরেস্ট অফিসার। অভিযোগ, গোমতী ত্রিপুরা জেলার যতনবাড়ি শান্তি কলোনি এলাকার লিটন শীল নামে এক যুবক ত্রিপুরা সরকারের কাছ থেকে টিলাভূমির পাট্টা পেয়ে গত দুই বছর আগে ৫ কানি জায়গায় মোট ৩৫০ টি রাবার গাছ লাগান। তবে যতনবাড়ি ফরেস্ট অফিসার প্রসেনজিৎ বণিক লিটন শীল নামে ওই যুবক'কে ডেকে নিয়ে দুই লক্ষ টাকা ঘুষ দাবি করে। এবং বলা হয় যদি টাকা না দেওয়া হয় তাহলে লিটন শীলের রাবার বাগান কেটে ধ্বংস করে দেওয়া হবে। যদিও লিটন শীল ফরেস্ট অফিসার প্রসেনজিৎ বনিককে জায়গার পাট্টা দেখায়। কিন্তু, তাতেও কোন লাভ হবে না বলে সাফ জানিয়ে দেয় ফরেস্ট অফিসার প্রসেনজিৎ বণিক। পরে গত রবিবার বিকেল তিনটা নাগাদ ফরেস্ট অফিসার প্রসেনজিৎ বণিক অন্যান্য বনকর্মীদের সাথে নিয়ে অবৈধভাবে লিটন শীলের সম্পূর্ণ রাবার বাগান কেটে ধ্বংস করে দেয় তাও আবার সরকারি কোন নোটিশ ছাড়াই। পরে নিরুপায় হয়ে লিটন শীল সোমবার বনদপ্তরের পিসিসিএফ- এর কাছে লিখিত অভিযোগ জানান এবং মঙ্গলবার লিটন শীল গোমতী ত্রিপুরা জেলার ডিএফও- এর নিকট ঘটনা বিস্তারিত জানিয়ে অভিযোগ করতে গেলে ডিএফও লিটন শীলের সাথে অশালিন আচরন করে বলে অভিযোগ। #tripura #tripuranews #forestguard #rubberplantation
What's Your Reaction?