Nadia: নিজের হাতে অলংকার তৈরি করে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা | U Bangla TV

Nadia: নিজের হাতে অলংকার তৈরি করে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা | U Bangla TV

Aug 4, 2023 - 12:59
 0  4

নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগরের বাসিন্দা রিয়া বিশ্বাস। বাংলায় এম এ পাস করে টিউশনের পাশাপাশি তৈরি করেন নিজের হাতে বিভিন্ন ধরনের জুয়েলারি। এমএ পাস করার পর থেকেই চেষ্টা করছেন চাকরির, তার পাশাপাশি নিজের হাতে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে তৈরি করেন এই সমস্ত অলংকার।এখন ‌যেকোন উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে তোলা ট্রেন্ড। তাই সামনেই স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের পতাকার রং এর বিভিন্ন কারুকার্য এবং নকশা করা জুয়েলারি তৈরি করে বিক্রি করছেন তিনি।কোন দোকানে নয়, জুয়েলারি সমস্ত জিনিসপত্র কিনে এনে বাড়িতে বসেই সেই সমস্ত জুয়েলারি বানিয়ে সরাসরি খরিদ্দার এর কাছে বিক্রি করেন তিনি।শুধু স্বাধীনতা দিবসই নয় আসন্ন বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা উপলক্ষেও বিভিন্ন ধরনের আধুনিক জুয়েলারি বানিয়ে বিক্রি করছেন তিনি। প্রথম দিকে সাধারণত শখের বসেই তিনি এই জুয়েলারি বানান। তবে ধীরে ধীরে তার এই জুয়েলারির খ্যাতি ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়।
নিজের ইচ্ছাশক্তি ও অদম্য জেদ থেকেই নিজের সঙ্গে আরো মানুষকে কর্মসংস্থান করে দেবার আশা রয়েছেন তিনি। কম পুঁজিতে অধিক লাভ এই ব্যবসায়, অন্যদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে রিয়া।

এ বিষয়ে রিয়া বিশ্বাস বলেন, প্রথমে নেশা হিসেবে কাজ থেকে শুরু করেছিলাম। কিন্তু পরবর্তীকালে বাবা মারা যাওয়ার পর আর্থিক সংকটের কারণে এটা পেশায় পরিণত হয়। বাড়িতে দাদা রয়েছে তিনিও কাজ করেন। কিন্তু তার নিজস্ব সংসার রয়েছে সেই কারণে কিছুটা যদি সবাইকে সাহায্য করতে পারি আর্থিক দিক থেকে তার প্রচেষ্টাই চালাচ্ছি আমি। @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow