South 24 Pgs: আবারো মাছ ধরার জালে উঠলো ব্যালট বক্স | U Bangla TV
South 24 Pgs: আবারো মাছ ধরার জালে উঠলো ব্যালট বক্স | U Bangla TV
শুভজিৎ দাস ,জয়নগর: ভোট মিটে গেলেও এখনো যেন রাজনৈতিক তরজা থামছে না জেলাতে। জেলার একাধিক জায়গায় পুকুর থেকে উদ্ধার হচ্ছে ব্যালট বক্স। এই ব্যালট বক্স উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। উত্তর ২৪ পরগনার গোপালনগর ও ডায়মন্ড হারবার এর পর এবার পুকুর থেকে ব্যালট বক্স উদ্ধার হল জয়নগরে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শনিবার জয়নগর বিধানসভার অন্তর্গত বকুলতলা ময়দা বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের একটি পুকুরে ব্যালট পেপার ভাসতে দেখে গ্রামবাসীরা। এরপর পুকুরে জাল দেয়া হয়, পুকুরে জাল দেওয়ার পর অবাক গ্রামবাসীরা। এক দুটো নয় চার চারটে ব্যালট বক্স উদ্ধার হল ওই পুকুর থেকে। সামনেই পঞ্চায়েত ভোটের বোর্ড গঠন আর তার আগে ব্যালট বাক্স উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ৮ জুলাই ভোট পর্ব চলাকালীন জয়নগর বিধানসভা বকুলতলা থানার অন্তর্গত ময়দা বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ময়দা গ্রাম পঞ্চায়েতের ১৪১, ১৪৩ও ১৪৪ নম্বর বুথের ভোট গ্রহণ কেন্দ্র করা হয়। ভোট চলাকালীন শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চত্বর। এলাকায় বোমাবাজি ও স্কুলে ভাংচুর শুরু করে দুষ্কৃতীরা। এরপর রাজ্যের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পুনরায় ১০ তারিখ পুনঃনির্বাচন করা হয়। এলাকার এক বাসিন্দা কৃষ্ণ দাস নস্কর তিনি জানান, "আমি প্রতিদিনের মতনই কাজে যাচ্ছিলাম দেখলাম স্কুলের সামনের পুকুরে এক ব্যক্তি জাল ফেলছিল প্রথমে জালে একটি ব্যালট পেপার উদ্ধার হয়। এরপর একে একে চারটি ব্যালট বক্স।" ভোটের সময় যে দুষ্কৃতির তাণ্ডব চলেছে গোটা এলাকায় এটা তারই ফলস্বরূপ। এলাকায় অশান্তি যেন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।e বকুলতলা থানার পুলিশ পৌঁছে চারটি ব্যালট বক্স উদ্ধার করে নিয়ে যায়। পুকুরের মধ্যে কিভাবে ব্যালট বক্স এলো তা তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। ব্যালট বক্স পুকুরের মধ্যে কিন্তু ভোট গণনা কিভাবে সম্পূর্ণ হলো তা নিয়ে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের বিরোধী শিবির। @ubanglatvofficial
What's Your Reaction?