South 24 PGS | ঘুটিয়ারী শরীফ ১৭ শ্রাবণ উপলক্ষে গাজী সাহেবের মাজারে পূজা | U Bangla TV
South 24 PGS | ঘুটিয়ারী শরীফ ১৭ শ্রাবণ উপলক্ষে গাজী সাহেবের মাজারে পূজা | U Bangla TV
দক্ষিণ ২৪ পরগণা ঘুটিয়ারী শরীফ ১৭ শ্রাবণ উপলক্ষে গাজী সাহেবের মাজারে পুজো দিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস
ঘুটিয়ারী শরীফ,
দক্ষিণ 24 পরগণা ঘুটিয়ারী শরীফ ১৭শ্রাবণ উপলক্ষে জমে উঠেছে গাজী বাবার উরুষ মেলা। সকাল থেকে সম্প্রীতির এই মিলন মেলায় জাতি ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় । হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ এখানে মানত করে। গাজী বাবার মানত করে পুকুরে ফুল ছেড়ে হাত পেতে বসে থাকে পুকুর পাড়ে সকাল থেকে বিকেল পর্যন্ত মনোবাসনার জন্য। তাদের বিশ্বাস ওই ফুল ঘুরে হাতে চলে আসবে।এইভাবে সারা দিন পুকুরের পাড়ে বসে থাকে ভক্তরা। গাজী বাবার মাজারে চাদর পড়িয়ে মানত করে যায় বহু মানুষ। আজ সকাল থেকে শুরু হয়েছে এই সম্প্রীতির মিলন উৎসব। যত রাত হবে মেলায় ভিড় করবে বিভিন্ন জায়গায় মানুষ। এই মেলায় বাংলাদেশ ও পাকিস্তান থেকে বহু মানুষ আসে। সূত্রের খবর যখন বৃষ্টির জন্য চাষ বাস বন্ধ হয়ে গিয়েছিলো আজ থেকে বহু বছর আগে ,তখন গাজী সাহেব মক্কার দরবারে গিয়ে চাষীদের জন্য জল মানত করে ছিলো,আর আজকের দিনে বৃষ্টির জলে মাঠ ঘাট জলে ভোরে যায়,সেই থেকে সবার বিশ্বাস আজকের দিনে মানত করলে সবার মন বাসনা পূরণ হয়।তাই আজকের দিনে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই দিনটিতে এখানে এসে মানত করে। গাজী সাহেব আজকের দিনটি একটি বিশেষ দিন হিসেবে পালন করে। এই মেলা উপলক্ষে প্রশাসনের তরফ থেকে হাজার হাজার পুলিশ মতোয়ান করা হয়েছে।আজ এই গাজী সাহেবের মাজারে পুজো দিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। পরেশ বাবু বলেন আমি প্রতি বছর আসি,এখানে যারা মানত করে সবার মনের বাসনা পূরণ হয়, এখানে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে। বিদেশ থেকে ও এই মাজারে আসেন বহু মানুষ | @ubanglatvofficial
What's Your Reaction?