Tripura: পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতি ও কেলেংকারীর অভিযোগ | U Bangla TV
Tripura: পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতি ও কেলেংকারীর অভিযোগ | U Bangla TV
উল্লেখ্য, ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলাসহর গৌরনগর আর.ডি. ব্লকের অধীনে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য সিরাজ মিঞা সরকারি নিয়মনীতি না মেনে সম্পূর্ন অন্যায়ভাবে এবং অনৈতিকভাবে গায়ের জোরে সরকারি টাকা লুটেপুটে খাচ্ছেন বলে সি.পি.আই.এম দলের স্থানীয় নেতৃত্বরা সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যেই জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সি.পি.আই.এম দলের পঞ্চায়েত সদস্য তুয়াকুল আলী, সি.পি.আই.এম দলের অপর এক পঞ্চায়েত সদস্য মুজিব আলী, নারী নেত্রী হোসনা বেগম, পঞ্চায়েত এলাকার স্থানীয় নেতৃত্ব সোনায়োর আলী সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে সি.পি.আই.এম দলের পঞ্চায়েত সদস্য তুয়াকুল আলী জানান যে, শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি বিগত প্রায় এক মাস পূর্বে কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য আব্দুল সালাম এবং সি.পি.আই.এম দলের পঞ্চায়েত সদস্য হবিব উদ্দিনের সমর্থন নিয়ে বিজেপি দলের পঞ্চায়েত সদস্য সিরাজ মিঞা পঞ্চায়েতের প্রধান হয়েছিলেন। দলীয় হুইপ অমান্য করায় যদিও পরবর্তী সময়ে কংগ্রেস এবং সি.পি.আই.এম দলের পক্ষ থেকে আব্দুল সালাম এবং হবিব উদ্দিনের পঞ্চায়েতের সদস্য পদ খারিজ করার জন্য গৌরনগর আর.ডি. ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তীর নিকট লিখিত জানিয়েছিলো। সম্ভবত, হবিব উদ্দিন এবং আব্দুল সালামের পঞ্চায়েতের সদস্য পদ খারিজ হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এই অবস্থা বুঝে পঞ্চায়েতের প্রধান সিরাজ মিঞা উঠে পড়ে লেগেছে পঞ্চায়েতে জমাকৃত টাকা লুটেপুটে খেয়ে নিতে অভিযোগ করে একথা বললেন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম দলের পঞ্চায়েত সদস্য তুয়াকুল আলী। @ubanglatvofficial
What's Your Reaction?