South24pgs : কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় গুরুতর জখম হয়েছিলেন চিকিৎসকদের : U Bangla TV
South24pgs : কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় গুরুতর জখম হয়েছিলেন চিকিৎসকদের : U Bangla TV
কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় গুরুতর জখম হয়ে, পরে চিকিৎসকদের লাগাতার প্রচেষ্টায় জীবন ফিরে পেলেন সুন্দরবনের এক বাসিন্দা ৷ দীর্ঘ চিকিৎসার পর খানিকটা সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছেন তিনি ৷ খুশি তার পরিবার ও প্রতিবেশীরা ৷ সুন্দরবনের ছোট মোল্লাখালি অঞ্চলের বাসিন্দা জগদীশ মন্ডল ৷ আগে কেরালায় শ্রমিকের কাজ করতেন তিনি ৷ সম্প্রতি বাড়ি ফিরে এসে-- এলাকার আরও কিছু মৎস্যজীবিদের সাথে মাছ ও কাঁকড়া ধরার কাজ শুরু করেছিলেন সংসার চালানোর জন্য ৷ জগদীশ মন্ডল ও এলাকার আরও দুজন গিয়েছিলেন কাঁকড়া ধরতে ৷ ছোট মোল্লাখালি থেকে চামটার জঙ্গলে গিয়েছিলেন কাঁকড়া ধরতে ৷ ১২ই ফেব্রুয়ারি আচমকা তার উপর বাঘ আক্রমণ করে ৷ ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পান তিনি ৷ কোনরকমে সঙ্গীদের চেষ্টায় বাঘের মুখ থেকে জীবন ফিরে পান তিনি ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় সোনারপুরের কালিকাপুরের একটি বেসরকারি নার্সিং হোমে ৷ দীর্ঘ চিকিৎসার পর অবশেষে অনেকটাই সুস্থ হয়েছেন তিনি ৷ চিকিৎসকরা জানান খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন জগদীশ ৷ #south24pargananews #south24pargana #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?