ভাগীরথী নদী বক্ষে ভাঙ্গন
টেংরিডাঙ্গা এলাকায় ভাগীরথী নদীতে ভয়াবহ ভাঙ্গন। এর আগেও একই জায়গায় ভাঙ্গনের ঘটনা ঘটেছিল তবে এবার আবার নতুন করে ভাঙ্গন দেখা দেওয়ায়,মাথায় হাত কৃষকদের। যেভাবে নদীবক্ষ ভাঙছে তাতে করে যে কোন সময় সমস্ত চাষের জমি চলে যাবে ভাগীরথীর গর্ভে।তখন কিভাবে তারা সংসার চালাবেন শুধু তাই নয়, এই ভাঙ্গনের প্রভাবে কিছুদিনের মধ্যেই জনবসতিপূর্ণ এলাকাতে চলে আসবে ভাগীরথীর জল। তখন ভিটে মাটি ও ছাড়তে হবে বলে দাবি কৃষকদের।#tollywood
What's Your Reaction?