Dooars : জঙ্গলে প্রবেশ বন্ধ রাখা হয় বনদপ্তরের তরফে |

Dooars : জঙ্গলে প্রবেশ বন্ধ রাখা হয় বনদপ্তরের তরফে |

Jun 15, 2023 - 15:45
 0  19

আজ থেকে পর্যটকদের জন্য তিন মাসের সমস্ত জাতীয় উদ্যান এবং সমস্ত সংরক্ষিত বনাঞ্চল বন্ধ হয়ে গেলো। প্রতি বছরের ন্যায় এ বছরও আজ থেকে আর বন্যপ্রাণীদের দেখার এবং জঙ্গলে ঘোরার সুযোগ উপভোগ করতে পারবেন না পর্যটকেরা।রাত্রিযাপন করতে পারবেন না, বন বাংলাতে। কারন বন্যপ্রাণীদের প্রজনন কালীন সময় ধরা হয় ১৫ ই জুন থেকে ১৫ সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় কে । সেই কারনে নিষেধাজ্ঞা লাগু করা হয় পর্যটক দের প্রবেশের ক্ষেত্রে। পাশাপাশি এই সময় জঙ্গলে বর্ষার কারণে গাছপালা বেড়ে যায়। জঙ্গলের গভীরে যাতে বন্যপ্রাণীরা তাদের প্রয়োজন কালীন সময়ে কোন ভাবে বিরক্ত না হয়। তার জন্যই জঙ্গলে প্রবেশ বন্ধ রাখা হয় বনদপ্তরের তরফে।ইতিমধ্যে জলপাইগুড়ি বন বিভাগের তরফে একটি নোটিশ জারি করা হয়েছে। জঙ্গল বন্ধ রাখার। #newstoday #newsvideo #current_affairs #dooars  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow