শাশুড়ি-বউমাকে বেঁহুশ করে টাকা লুট ভৃত্য দম্পতির! গ্রেপ্তার কলকাতার ‘বান্টি অউর বাবলি’
1.
ঠিক যেন ‘বান্টি অউর বাবলি’ সিনেমার স্ক্রিপ্ট। ওই সিনেমায় নাম ভাঁড়িয়ে বান্টি ও বাবলি একের পর এক আর্থিক জালিয়াতি করে। একটি ‘অপারেশন’ সফল হওয়ার পর কিছুদিন গা ঢাকা। মামলা কিছুটা ধামাচাপা পড়লে ফের ‘অ্যাকশন’ শুরু। এভাবেই এগিয়ে ছিল ছবির গল্প। তবে এবার পর্দায় নয়, বাস্তবে প্রায় একই কাণ্ড ঘটালেন এক দম্পতি। অভিযোগ, দক্ষিণ শহরতলির হরিদেবপুরে ক্যানসার আক্রান্ত এক গৃহবধূ ও তাঁর বয়স্ক শাশুড়িকে খুনের চেষ্টা চালায় প্রতারকেরা। এমনকী চিকিৎসার জন্য রাখা চার লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় তাঁদের পূর্ব পরিচিত ‘ভৃত্য দম্পতি’। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হলে দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত দম্পতি আগেও একই ধরনের অপরাধ করেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
What's Your Reaction?