নেশাকারবারিদের দ্রুত আটক করার নির্দেশ ত্রিপুরা সরকারের | U Bangla TV
আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা স্টেট এন এস এস সেল, ত্রিপুরা শিক্ষা দপ্তর, এবং ত্রিপুরা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে নেশামুক্ত ত্রিপুরা ও রক্তদান উৎসবে রাজ্যস্তরের এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন,নেশা রোধে এগোতে হবে যুব সমাজকে। নেশার খুচরো ব্যবসায়ীদের ধরে তাদের মাধ্যমে মূল নেশা কারবারিদের গ্রেপ্তার করে শায়েস্তা করতে হবে। তার জন্য এগিয়ে আসতে হবে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে গোটা যুবসমাজকে।নেশাকারবারের মূল পান্ডাদের পাকড়াও করতে ত্রিপুরা পুলিশকে নির্দেশ দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।এদিনের এই রক্তদান শিবিরে মোট ৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন।
What's Your Reaction?