চাষ করে বিপাকে পড়েছেন বেগুন চাষিরা U Bangla TV
লাভের আশায় ঋণ নিয়ে বেগুন চাষ করে বিপাকে পড়েছেন বেগুন চাষিরা। শিলাবৃষ্টির জেরে আগেই ক্ষতি হয়েছিল বেগুনের। তার উপরে রয়েছে পোকার উপদ্রব। আর এতেই মাথায় হাত পরেছে বেগুন চাষীদের। সরকারিভাবে সহযোগিতার আবেদন জানিয়েছেন চাষিরা। জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিন ধুপঝোরার হলদিয়া পাড়া এলাকায় প্রায় দশ বিঘা জমিতে এবার বেগুন চাষ করা হয়েছে। কিছুদিন ধরে দেখা যাচ্ছে বেগুনে পোকার সংক্রমণ।
What's Your Reaction?