ত্রিপুরা : কংগ্রেস নেত্রীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে |
২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার বেশ কয়েকমাস অতিক্রান্ত হওয়ার পর ও এখনো ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিরোধী দলের নেতা-নেত্রীরা দুষ্কৃতীদের আক্রমণের শিকার হচ্ছে বলে অভিযোগ। উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর পুরপরিষদের ২ নং ওয়ার্ডের সুরভী আশ্রম রোডের কংগ্রেস নেত্রী মানষী মালাকারের বাড়িতে হামলা সংগঠিত করে একদল দুষ্কৃতীরা। কংগ্রেস নেত্রী মানষী মালাকার জানান, একটি ম্যাক্স গাড়ি দিয়ে তার বাড়ির সামনে এসে নামে ১০ জনের মত লোক। প্রত্যেকের চোখে সান গ্লাস, মাথায় গামছা বাঁধা ছিল। তাদেরকে দেখে কংগ্রেস নেত্রী মানষী মালাকার বাড়ির ভিতরে চলে গেলে তারপর দুষ্কৃতীরা হঠাৎ কংগ্রেস নেত্রী মানষী মালাকারের বাড়ির বাউন্ডারির সীমানায় ভাঙচুর চালায়। এমন অবস্থায় কংগ্রেস নেত্রী মানষী মালাকার ধর্মনগর থানার পুলিশকে খবর দিলে পুলিশ আসার আগেই দুষ্কৃতীরা নিশ্চিন্তে তাদের কাজ করে চলে যায়।
What's Your Reaction?