ত্রিপুরা : যুবসমাজকে নেশার করালগ্রাস থেকে মুক্ত করতে এবার "মুক্তি" |

May 20, 2023 - 12:23
 0  3

ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরাকে নেশার করালগ্রাস থেকে মুক্ত করতে পদক্ষেপ দিয়েছে ত্রিপুরা আইনসভা কর্তৃপক্ষ। এই উপলক্ষে ত্রিপুরা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে "মুক্তি" নামে একটি প্রকল্পের উদ্বোধন হয়। ত্রিপুরা আইনসভা কর্তৃপক্ষের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকল্পের সূচনা করে ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং বলেন, এই কর্মসূচি সফল বাস্তবায়নের জন্য প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। গড়ে তুলতে হবে গণসচেতনতা। ত্রিপুরাকে নেশা মুক্ত করতে আইনসভা কর্তৃপক্ষের নেটওয়ার্কের মাধ্যমে প্যারা লিগেল ভলেন্টিয়ারদের আরো সক্রিয় করে তুলতে হবে। তেমনিভাবে যারা মারন নেশা ড্রাগসে আসক্ত হয়েছেন তাদের জন্য সর্বসুবিধাযুক্ত ডি-অ্যাডিকশান সেন্টার পর্যাপ্ত পরিমাণ গড়ে তুলতে হবে বললেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow