Tripura : মাত্র তিন বছর বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে স্থান করে গোটা দেশ

Tripura : মাত্র তিন বছর বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে স্থান করে গোটা দেশ

Jun 26, 2023 - 17:27
 0  2

মাত্র তিন বছর বয়সেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে স্থান করে গোটা দেশ, রাজ্য, ও ত্রিপুরার নাম উজ্জ্বল করল ঊনকোটি ত্রিপুরা জেলা কুমারঘাট মহকুমার তিন বছরের ছোট্ট শিশু আরুষ দাস। আরুষের বাবা বিপ্লব দাস এবং মা অন্তরা পাল উভয়েই ব্যবসায়ী। চলতি বছরের মে মাসে আবেদনের ভিত্তিতে আরুষ ইন্ডিয়া বুক অব রেকর্ডে জায়গা করে নেয়। জাতীয় প্রতীক,নৃত্য,পশুপাখি,ফল,যোগা ইত্যাদি ১২টি বিষয়ে প্রশ্ন সাপেক্ষ্যে ভিডিও রেকর্ড করে পাঠানো হয় ইন্ডিয়া বুক অব রেকর্ড দিল্লিস্থিত দপ্তরে। এরপর চলতি বছরের ২৬শে মে তিন বছরের ছোট্ট শিশু আরুষের আই ভি আর এ স্থান করে নেওয়ার বিষয়টি ইমেল করে জানানো হয়। সেই সাথে আরুষের নামে চলতি জুন মাসের ৬ তারিখ ইন্ডিয়া বুক অব রেকর্ডের চীফ এডিটর বিশ্বরুপ রায় চৌধুরী শংসাপত্র প্রদান করেন। আরুষের এই সাফল্যে ঊনকোটি ত্রিপুরা জেলার শিশু ও অভিভাবক মহলে খুশীর জোয়ার বইছে। আপ্লুত আরুষের দাদু। কৈলাসহরের বিশিষ্ট ব্যবসায়ী প্রনব পাল ও দিদিমা অবসরপ্রাপ্ত শিক্ষিকা অর্চনা পাল, এছাড়াও ফটিকরায়ে বসবাসরত ঠাকুমা সতী দাস, দাদু অবসরপ্রাপ্ত রেল আধিকারিক বাবুল দাস নাতির এই সাফল্যে গর্বিত। আরুষের এই সাফল্য ঊনকোটি ত্রিপুরা জেলার পাশাপাশি গোটা দেশ ও রাজ্যের শিশু ও অভিভাবক মহল বাড়তি উৎসাহ পাবে। #newstoday #newsvideo #current_affairs #tripura #tripuranews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow