Tripura | পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রনে ময়দানে প্রশাসনিক আধিকারিকরা | U Bangla TV
Tripura | পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রনে ময়দানে প্রশাসনিক আধিকারিকরা | U Bangla TV
হঠাৎ করে ত্রিপুরার সবকটি বাজারে পেঁয়াজের মূল্য উর্ধ্বমুখী। নাভিশ্বাস উঠেছে সাধারন ক্রেতাদের। ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা বটতলা, লেক চৌমুহনি, মহারাজগঞ্জ বাজার, সহ আগরতলা প্রত্যেকটি বাজারে পেঁয়াজের দাম ৫০ টাকা থেকে ৭০ টাকা কিলো করে হঠাৎ করে বৃদ্ধি পায়। ৭০ টাকা কিলো করে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়াতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে বুধবার পুনরায় আগরতলা সদর মহকুমা প্রশাসন ও ত্রিপুরা খাদ্য দপ্তরের উদ্যোগে আগরতলা মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়।অভিযান কালে ৩ থেকে ৪টি রিকশা পেঁয়াজ বোঝাই অবস্থায় আটক করে প্রশাসনিক আধিকারিকরা। পেঁয়াজ বোঝাই রিকশাগুলি কোন বৈধ কাগজ দেখাতে না পারায় তাদেরকে জরিমানা করেন প্রশাসনিক আধিকারিকরা। বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে আগরতলা সদর মহকুমা প্রশাসন এবং ত্রিপুরা খাদ্য দপ্তরের আধিকারিকদের এই ধরনের অভিযান প্রতিদিন একইভাবে জারি থাকবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।
What's Your Reaction?