ত্রিপুরার তেলিয়ামুড়া শহরের সৌন্দর্যায়নের নামে বনদফতরের লক্ষাধিক টাকা তছনছ

Apr 25, 2023 - 14:29
 0  4

২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া শহরকে সুন্দর করে তোলার জন্য বনদফতর থেকে পৌর পরিষদের অনুমতিক্রমে তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে ডিভাইডারের উপর সারিবদ্ধভাবে ফুলের টপে মূল্যবান গাছ লাগানো হয়েছিল। কিন্তু, ফুলের টপগুলি বসানোর কয়েকমাস যেতে না যেতেই সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে গাছগুলি মারা যায়। ফলে তেলিয়ামুড়া পৌর পরিষদকে না জানিয়ে রাতের আঁধারে ফুলের টপগুলি তুলে নিয়ে যায় বনদফতর। এবং সেগুলিকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গলের বনদফতরের সেন্ট্রাল নার্সারিতে। নতুন করে আবার টপ বসানোর বিষয়টি নিয়ে তেলিয়ামুড়া বনদফতরের একাংশ কর্মীদের মধ্যে আলাপ আলোচনা চলছে। কেননা টপ বসানোর বিষয়টি নিয়ে পূর্বে সরকারি কোষাগারের টান পড়েছিল। বনদপ্তরের কর্মীরা মনে করছেন, সেই অর্থের পরিমাণ এবার বৃদ্ধি পেতে পারে। কারণ,তেলিয়ামুড়া মহকুমা বণদফতরের আধিকারিক সাবির কান্তি দাস তেলিয়ামুড়া মহকুমায় কাজে যোগদান করার পর থেকেই দূর্নীতি বৃদ্ধি পেতে থাকে বলে অভিযোগ। #youtube #tripura #tripuranews #forestdepartment  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow