Tripura : রোহিঙ্গা পাচারকারীর হাতে আক্রান্ত এক অসহায় যুবক! : U Bangla TV
Tripura : রোহিঙ্গা পাচারকারীর হাতে আক্রান্ত এক অসহায় যুবক! : U Bangla TV
সিপাহীজলা ত্রিপুরা জেলার মধুপুর নোয়াবাড়ি এলাকার সমরদ্বীপ বর্ধন তার একটি সুইফট গাড়ি নিয়ে কৈয়াঢেপার উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সময় মধুপুর সিন্নি ক্লাব সংলগ্ন এলাকায় সে আসতেই ,তার গাড়িটিকে দাঁড় করায় ওই এলাকারই এক যুবক। পরবর্তী সময়ে অপর এক যুবক এগিয়ে এসে সমরদ্বীপ বর্ধনকে জিজ্ঞেস করে ,তার গাড়ি করে রোহিঙ্গা পাচার করতে হবে। এমন সময় সমরদ্বীপ বর্ধন অস্বীকার করে কখনো সে এইসব কাজে জড়িত নন, তাই সে নিতে পারবেনা। মুহূর্তের মধ্যেই কৈয়াঢেপা এলাকার আন্তর্জাতিক মানব পাচারকারী হিসেবে পরিচিত জয়ন্ত দাস, তার গাড়িটির উপর লাঠি দিয়ে ভাঙচুর চালিয়ে, তার গাড়ির লুকিং গ্লাসগুলি ভেঙ্গে দেয়। পরবর্তী সময়ে সমরদ্বীপ বর্ধন তার গাড়ির দরজা বন্ধ করে গাড়ির ভিতরে বসে থাকলে-- মুহূর্তের মধ্যেই আন্তর্জাতিক মানব পাচারকারী জয়ন্ত দাস রাস্তার পাশ থেকে ইট এনে তার গাড়ির গ্লাসগুলি ভাঙতে থাকে । পরবর্তী সময়ে সমরদ্বীপ বর্ধন গাড়ি থেকে বের হয়ে আসতেই, তখন তার উপর এলোপাতাড়ি মারধোর শুরু করে অভিযুক্ত আন্তর্জাতিক মানব পাচারকারী জয়ন্ত দাস। মুহূর্তের মধ্যেই এই মারধোরে জ্ঞান হারিয়ে ফেলে সমরদ্বীপ বর্ধন। তার মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে অভিযুক্ত জয়ন্ত দাস। পড়ে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরবর্তী সময়ে আক্রান্ত সমরদ্বীপ বর্ধন-- অভিযুক্ত জয়ন্ত দাসের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করে। উল্লেখ্য , কৈয়াডেপা এলাকায় অভিযুক্ত আন্তর্জাতিক মানব পাচারকারী জয়ন্ত দাস, রোহিঙ্গা কিংবা বাংলাদেশী নাগরিকদের পাচারের মূল মাস্টারমাইন্ড। পূর্বেও তার বিরুদ্ধে অনেক খবর প্রকাশ হয়েছিল। এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্ত আন্তর্জাতিক মানব পাচারকারী জয়ন্ত দাসের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?